Header Ads



আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তির দালালি করাই এদের কাজ-একেএম বেলায়েত হোসেন।

 

আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তির দালালি করাই

নিজেদের হীনস্বার্থে এরা দেশ এবং রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে সর্বক্ষণ

ওরা কয়জন সুশীল নামের কুলাঙ্গার। এরা পরাহ্ণে পালিত। বিদেশি প্রভুদের দয়ায় এরা দুমুঠো অন্নের ব্যবস্থা করে।আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তির দালালি করাই এদের কাজ। নিজেদের হীন স্বার্থে এরা দেশ এবং রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে সর্বক্ষণ। আজ কয়েকজনের নাম উল্লেখ করা হলো যারা সাজানো মঞ্চে দাঁড়িয়ে মাইনে করা নট-নটির মত সেই পুরনো কথা বলে যাচ্ছে ।এরা সবাই কবিরাজ(ডক্টর)  :  কবিরাজ বদিউল আলম, কবিরাজ ইফতেখার আলম, কবিরাজ ইউনুস মহাজন, কবিরাজ দেবপ্রিয় ভট্টাচার্য, কবিরাজ আসিফ নজরুল।

 

এরা তাদের প্রভুদের দেয়া নির্ধারিত সিলেবাসের বাইরে কোনদিন কখনও স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবির রাজাকারদের বিরুদ্ধে ও কথা বলেনা। বিএনপির দুর্নীতি কিংবা খালেদা-তারেকের দুর্নীতি- হাওয়া ভবনের কথা বলেনা। সারা বিশ্ব স্বীকৃত বাংলাদেশের অভুতপুর্ব উন্নয়ন তারা চোখে দেখেনা। তলাবিহীন ঝুরি খ্যাত বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

 

জাতিসংঘ সহ সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ কিন্তু তারা এসব শুনেওনা দেখেওনা। এরা স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবির রাজাকারদের দালাল। এদের দেশ বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে।দেশের উন্নয়নের চলমান গতি অব্যাহত রাখার স্বার্থে কুলাঙ্গারদের ষড়যন্ত্র বন্ধের আশু ব্যাবস্থা গ্রহণ করা জরুরী। বিদেশি অর্থে পরিচালিত দালালদের এসব সংস্থা বন্ধ করার জোর দাবী জানাচ্ছি। জয়বাংলা

একেএম বেলায়েত হোসেন

উপদেষ্টা-বাংলাদেশ আওয়ামী লীগ,চট্টগ্রাম মহানগর।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.