সু সময়ে দুধের মাছি'র অভাব হয় না- মাহাবুব আলম আজাদ।
মহিউদ্দিন চৌধুরী তাকে ভালোবাসতেন আর বিশ্বাস করতেন বিধায় তাঁকে হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক করেছেন।
রেজাউল করিম কায়সার এর সাথে পরিচয় দীর্ঘদিনের না হলেও কম সময় নয় ২০০১ সালের শেষের দিকেবনেধী পরিবারের সন্তান(এম এ আজিজ এর ভাতিজা)হয়েও তাঁর কাছে কখনো অহংকার বোধ দেখিনি।
২০০৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের পুর্নাঙ্গ কমিটি তে আমি সহ-দফতর সম্পাদক ও কায়সার ভাই নির্বাহী সদস্য হন।রাজনীতির অনেক চড়াই উৎরায় এক সাথে পার করেছি।যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা সবাই আমাদের জননেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসাবেই জানেন। চসিক নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী হেরে যাওয়ায় রাজনীতি থেকে মহিউদ্দিন চৌধুরী কে বিতাড়িত করতে চট্টগ্রামে অনেক প্রভাবশালী নেতারা একজোট হয়ে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও বিভিন্ন কুৎসা রটিয়ে তাঁকে রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে সরিয়ে দিতে অপচেষ্টা করেছে।
তার ও আগে মহিউদ্দিন চৌধুরীর হাতে গড়া যুবলীগ কে কুচক্রী মহল দ্বিখণ্ডিত করেছিল সে সময়েও কায়সার ভাই মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। তিনি রাজনীতিতে সততা, দক্ষতা ও বিশ্বস্ততা দিয়ে সংগঠন কে গতিশীল করতে ভূমিকা রেখেছে। মহিউদ্দিন চৌধুরী তাকে ভালোবাসতেন আর বিশ্বাস করতেন বিধায় তাঁকে হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক করেছেন।
সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানের দাওয়াত নিয়ে কায়সার ভাই কে উদ্দেশ্য করে একটি মহল অপপ্রচার করছে যা মোটেও কাম্য নয়।
কায়সার মহিউদ্দিন চৌধুরীর হাতে গড়া রাজনৈতিক কর্মী তাঁর একটি রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
যারা মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু কামনা করে প্রতি নিয়ত জানাযা পড়ার অপেক্ষায় ছিলো, যারা ১/১১ মহিউদ্দিন চৌধুরীর লাশের দাম নির্ধারিত করে রেখেছিল,যারা মহিউদ্দিন চৌধুরী কে পাগল বলে নিজেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি হবার স্বপ্নে বিভোর ছিলো তারাই আজ নিজেদের নিঃলজ্জভাবে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসাবে পরিচয় দিচ্ছে।
মহিউদ্দিন চৌধুরীর জন্য দরদ উৎলুয়ে পড়ছে এ যেন
"মা থেকে মাসীর দরদ বেশী" প্রবাদ মনে করিয়ে দেয়।
সু সময়ে পাশে থাকার মানুষের অভাব হয় না...দুঃসময়ে ক জন থাকে?? কথায় আছে
""সু সময়ে দুধের মাছির অভাব হয় না""।
শুভ কামনা রহিল রেজাউল করিম কায়সার মনে রাখবেন আল্লামা জালালুদ্দিন রুমি বলেছন
" রাত্রি যত গভীর হয় ভোর তত সন্নিকটে "
আ লো আ স বে ই.....
জয় বাংলা*জয় বঙ্গবন্ধু
মাহাবুব আলম আজাদ
সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সদস্য, আহবায়ক কমিটি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ,চট্টগ্রাম মহানগর।
No comments