Header Ads



নেতৃত্ব’একটি ছোট শব্দ।তবে এর গভীরতা ও প্রসারতা অনেক বেশি।

নেতৃত্ব’একটি ছোট শব্দ।তবে এর গভীরতা ও প্রসারতা অনেক বেশি।

সততা,নিষ্ঠা,ধৈর্য,সহনশীলতা,দায়িত্ববোধের শিক্ষা সব কিছুই প্রিয় নেতা রেজাউল করিম কায়সার ভাইয়ের মধ্যে বিরাজমান বিধায় আজ তিনি এই অবস্থানে এসেছেন।


নেতৃত্ব’ একটি ছোট শব্দ। তবে এর গভীরতা ও প্রসারতা অনেক বেশি। নেতৃত্বের গুণাবলি অর্জন ও বিকাশ কোনোটা সহজে হয় না। এজন্য সময় লাগে, লাগে ত্যাগ, শ্রম আর অধ্যবসায়। মানুষের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে- নেতৃত্ব কি সহজাত না অর্জিত?

আমি মনে করি- নেতৃত্ব হলো বুদ্ধিমত্তা, উন্নত মেধা, প্রজ্ঞা এবং ব্যক্তিত্বের সমন্বয় যা সর্বাধিক ও সর্বশ্রেষ্ঠত্বে পরিণত করার মাধ্যম হিসাবে কাজ করে থাকে। এ গুণগুলোর অধিকাংশই অর্জন করতে হয়। কিন্তু কেউ যদি বংশগতভাবে এ গুণগুলো নিয়েই জন্মগ্রহণ করেছেন বলে মনে করেন ,তখনও তাকে সুশিক্ষা এবং কঠোর রীতিনীতির মধ্যেই এ গুণগুলোর চর্চা করেই সফল নেতা হতে হয়।

পরিবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সততা, নিষ্ঠা, ধৈর্য, সহনশীলতা, দায়িত্ববোধের শিক্ষা সব কিছুই প্রিয় নেতা রেজাউল করিম কায়সার ভাইয়ের মধ্যে বিরাজমান বিধায় আজ তিনি এই অবস্থানে এসেছেন। ফসলের জন্য যেমন জমি কর্ষণ করতে হয়, বীজ রোপণ করতে হয়, পরিচর্যা করতে হয়, তেমনি নেতৃত্বের যোগ্যতাও অর্জন করতে হয়। যেভাবে আমাদের প্রিয় নেতা রেজাউল করিম কায়সার ভাই নেতৃত্বের যোগ্যতা অর্জন করে নিয়েছেন নেতা কর্মীদের কাছ থেকে। আরে ভাই নেতৃত্ব আপনা আপনি আসে না!!!!

তাই আজ যারা কায়সার ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করছেন তাদের উদ্দ্যেশে বলছি পরচর্চা এমনই এক নেতিবাচক বৈশিষ্ট্য, যাতে যাঁর সমালোচনা করা হচ্ছে, আপনি মনে করছেন শুধু তিনিই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা কিন্তু নয়, পরচর্চাকারী নিজেও তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মনে রাখতে হবে, পরচর্চাকারী কাউকে ছোট করে সাময়িকভাবে অন্যদের মনোযোগ আকর্ষণ করলেও তাঁরা কখনোই কারও শ্রদ্ধাভাজন হয় না।যে মানুষ আড়ালে আপনার পরচর্চায় মেতে আছেন, কোনো না কোনো কারণে আপনি তাঁর কাছে অতি গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের কারণ।

কাজেই তিনি যতই চৌকস বা সফল হোন না কেন, কোনো না কোনো ভাবে তারা আপনার চেয়ে অনেক পিছিয়ে আছেন। হাড্ডি থেকে মাংসওয়ালা হলে মানুষের গাড় মোটা হয়ে যাই ঐটা জানি কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে পেলে তা তো জানতাম না।
লেলিন হোসাইন

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.