Header Ads



বাবুবাজার যাও,চাউলের দাম কতো তা যাচাই করতে হবে-বঙ্গবন্ধু।

বাবুবাজার যাও,চাউলের দাম কতো তা যাচাই করতে হবে-বঙ্গবন্ধু।


আমার দেশের মানুষ না খেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত দেশ, পাকিস্তান দেশটাকে ধবংস করে ফেলে রেখে গেছে আর তুই আমার নিরাপত্তার জন্য ওয়ারলেস কিনতে হাজার হাজার টাকা ব্যয় করবি?


একদিন গণভবন থেকে ধানমণ্ডির ৩২ নম্বরের উদ্দেশে রওনা হওয়ার পর মাঝপথে বঙ্গবন্ধু গাড়ি থামিয়ে ড্রাইভারকে বললেন, 'বাবুবাজার যাও। চাউলের দাম কতো তা যাচাই করতে হবে।' এদিকে সিকিউরিটির দায়িত্বে থাকা গাড়ি অনেক দূরে চলে গেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে তাদের ডেকে নিয়ে আসতাম। এই সময়ে বঙ্গবন্ধু গাড়িতে একাই বসে থাকতেন। নিরাপত্তা ছাড়াই।

একদিন আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম স্যার, আমাকে দুটি ওয়ারলেস সেট কিনে দিন।  জিজ্ঞেস করলেন, ওয়ারলেস সেট দিয়ে তুই কি করবি? বলেছিলাম, স্যার কোথাও যাওয়ার সময় মাঝপথে মত পাল্টাচ্ছেন তখন আপনাকে অনিরাপদ রেখে ছুটতে হয়। ওয়ারলেস সেট থাকলে আপনাকে একা ফেলে দৌড়ে যেতে হবে না।

 একদিন এসপি ই.এ.চৌধুরী আমাকে সঙ্গে নিয়ে ওয়ারলেস সেট প্রসঙ্গে বঙ্গবন্ধুকে বললেন। তখন এর দাম কতো জানতে চাইলে তাকে জানানো হয়, ২২ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি দামের রয়েছে।

ওয়ারলেস সেটের দাম শুনে ধমক দিলেন এবং বললেন, "আমার দেশের মানুষ না খেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত দেশ, পাকিস্তান দেশটাকে ধবংস করে ফেলে রেখে গেছে আর তুই আমার নিরাপত্তার জন্য ওয়ারলেস কিনতে হাজার হাজার টাকা ব্যয় করবি?

জন কেনেডিকে মেরে ফেলেছে। তার নিরাপত্তার জন্য কতো ব্যবস্থা ছিল। কই এতো নিরাপত্তায়ও তো কেনেডিকে বাচাঁনো যায়নি। আল্লাহ যখন মৃত্যু লিখে রেখেছে তখনই আমার মৃত্যু হবে।"

 মোহাম্মদ মহিউদ্দিন,
বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.