চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রিপেইড টেক্সি সার্ভিস চালুর অনুরোধ সুজনের
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ‘আমার গাড়ি নিরাপদ’ নামক একটি প্রশংসনীয় প্রকল্প গ্রহণ করেছেন।
যাত্রীদের
চলাচল নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ
মোড়সমূহে প্রিপেইড টেক্সি বুথ চালুর অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান
উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার
(২৯ ডিসেম্বর ২০২১ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর নিকট এ অনুরোধ জানান।
এসময়
তিনি বলেন বর্তমানে সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও
নিরাপদ করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ‘আমার গাড়ি নিরাপদ’ নামক একটি প্রশংসনীয় প্রকল্প গ্রহণ করেছেন। যা নগরবাসীর জন্য চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশের এক অনন্য সেবা। নগরবাসীর পক্ষ থেকে এ ধরণের অনন্য সেবার জন্য
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
তবে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যদি নগরীতে চলাচলের জন্য একটি প্রিপেইড টেক্সি
সার্ভিস চালু করে তাহলে যাত্রী সাধারণ ন্যায্যমূল্যে এবং নির্বিঘ্নে তাদের
গন্তব্যে আসা যাওয়া করতে পারবে। প্রতিনিয়ত নগরীতে সাধারন যাত্রীগণ গণপরিবহন কিংবা
বিভিন্ন পরিবহনে হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে যাত্রীদের অভিযোগের যেনো অন্ত নেই।
অন্ততঃ নগরীর বিমানবন্দর, রেলষ্টেশন, সিটি গেইট, নতুন ব্রীজ, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন, বহদ্দারহাটসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ সার্ভিসটি চালু করা গেলে একদিকে যাত্রী
সাধারণ যেমন প্রতারণার হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে তাদের মূল্যবান সময় এবং অর্থ
উভয়ের অপচয় রোধ হবে।
তাই
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে চট্টগ্রাম নগরীতে প্রিপেইড টেক্সি সার্ভিস চালু করার
জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর নিকট অনুরোধ
জানান খোরশেদ আলম সুজন। তিনি আরো বলেন দেশের বাণিজ্যিক এবং সমুদ্র বন্দর নগরী
হিসেবে চট্টগ্রাম শহরের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ শহরের গুরুত্বকে মাথায়
রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম
নগরীকে তৈরী করছেন। ধীরে ধীরে এ শহর উন্নত হচ্ছে এবং শহরের পরিধিও বৃদ্ধি পাচ্ছে।
নদীর
তলদেশে টানেল, আউটার সিটি সার্কুলার রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভারসহ বৃহৎ বৃহৎ প্রকল্পের কাজ
প্রায় সমাপ্তের পথে। এছাড়া প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ জীবন, জীবিকা, ব্যবসা, বাণিজ্যসহ নানাবিধ কারণে চট্টগ্রাম শহরে প্রবেশ করে। চট্টগ্রামের দুইটি ইপিজেড, বন্দরসহ বিভিন্ন শিল্পগ্রুপে প্রতিদিন বিপুল সংখ্যক বিদেশি নাগরিক আসা যাওয়া
করে। বিমানবন্দর, রেল স্টেশন কিংবা বাস স্টেশন থেকে তাদের
মূল শহরে আসতে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়।
বিশেষ
করে নতুন করে যারা চট্টগ্রাম নগরীতে প্রবেশ করেন তাদের জন্য সমস্যাটা আরো বেশি।
যদি নগরীতে প্রিপেইড টেক্সি সার্ভিস পরিচালনা করা যেতো তাহলে বিমানবন্দর, রেল স্টেশন কিংবা বাস স্টেশন থেকে সহজেই যেকোন যাত্রী কোন প্রকার ঝামেলা ছাড়াই
মূল নগরীতে প্রবেশ করতে পারতো। পৃথিবীর বিভিন্ন দেশে শহরের দায়িত্বরত পুলিশ
সদস্যরা প্রিপেইড টেক্সি সার্ভিসগুলো সুনামের সাথে পরিচালনা করে থাকে। আমাদের
দেশের পুলিশ বাহিনীও তাদের দায়িত্বের বাহিরে গিয়ে জনসাধারণকে অনেকগুলো সেবা প্রদান
করছেন।
সন্ত্রাসীদের
দমনের পাশাপশি মানবিক কাজেও আমাদের দেশের পুলিশ সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে
চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও করোনাকালীন সময়ে তাদের মানবিক কার্যক্রমের
সর্বোচ্চ সেবা দিয়ে নগরবাসী পাশে থেকেছেন। টানেল, আউটার সিটি সার্কুলার রোড,
এলিভেটেড
এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারসহ বৃহৎ প্রকল্পের কাজগুলো সমাপ্তি হলে চট্টগ্রামের যোগাযোগ গুরুত্বটা আগের চেয়ে
অনেকাংশে বৃদ্ধি পাবে। তখন প্রতিদিন পর্যটকসহ বিপুল সংখ্যক দেশি বিদেশি নাগরিকের আগমন ঘটবে এ শহরে। তাই
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
করা একান্ত প্রয়োজন বলে মত প্রকাশ করেন সুজন।
আলহাজ্ব
খোরশেদ আলম সুজন
সহ-সভাপতি
: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
সাবেক প্রশাসক:চট্টগ্রাম সিটি করপোরেশন।
No comments