Header Ads



সুশাসন নিশ্চিত করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ-শিক্ষা উপমন্ত্রী।

 

সুশাসন নিশ্চিত করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

মাননীয় শিক্ষা উপমন্ত্রী চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম.পি.) মহোদয়ের ফেইসবুক  থেকে।

সুশাসন নিশ্চিত করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সচেতনতা এবং সক্রিয় ভুমিকার কোনো বিকল্প নেই৷

দেশে সুশাসন নিয়ে কাজ করা সবার, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠান, সকলের উচিৎ, সরকারি; আধা-সরকারি; স্থানীয় সরকার; আদালত, এসব সকল পর্যায়ে, প্রতিষ্ঠান সমূহের নানান সার্ভিস দেয়া-নেয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা এবং সমস্যাগুলো সাধারণ মানুষকে পোহাতে হয় এসবের ব্যাপারে কথা বলা।

 

শুধুই নির্বাচনের আলোচনা করে, ক্ষমতার পরিবর্তনের দাবি তুলে সরকার প্রশাসনের প্রাতিষ্ঠানিক দক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সেবার মান বৃদ্ধি কখনই সম্ভব নয়। নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু দেশি বিদেশি দাতাদের প্ররোচনায় নাগরিক সেবা নিশ্চিত করার নামে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠান শুধুই রাজনীতির নিকুচি করা আর নির্বাচন নিয়েই ব্যস্ত থাকেন। তথাকথিত "সু-শাসনের... " বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো না "সু-শাসন" নিয়ে কাজ করে, না নাগরিকদের নিয়ে!

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.