Header Ads



রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাদের সম্মান জানাতে হবে-চসিক মেয়র।

 

রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাদের সম্মান জানাতে হবে

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে বিপন্ন হবে আমাদের অস্তিত্ব।

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ বারবার আসে না, মুক্তিযোদ্ধারাও আবার নতুন করে জন্ম নেবে না। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাদের সম্মান জানাতে হবে। তাদের সম্মান জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত থাকবে।

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।গতকাল বুধবার আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ে কর আইনজীবী সমিতির উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট বদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবু মোহাম্মদ হাশেম, রতন কুমার রায়, এনায়েত উল্লাহ, মো. আজিজ উদ্দিন, এসএ আবুল বাশার তালুকদার, মো. আখতার উদ্দিন, আসহাব উদ্দিন ও এস এ হাই ভূইয়া।
শেষে ৬ জন কর আইনজীবী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদান করা হয়।

 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.