Header Ads



মহিউদ্দিন চৌধুরী’র কন্যা ফৌজিয়া সুলতানার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল


মহিউদ্দিন চৌধুরী’র কন্যা

ফৌজিয়া সুলতানার মৃত্যুবার্ষিকীতে গরীব, দুঃস্থ ও এতিম খানার ছাত্ররে মাঝে তবারক বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি সাবেক সিটি মেয়র চট্টলবীর মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কন্যা ফৌজিয়া সুতলাতনা টুম্পার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার মরহুমার চশমা হিলস্থ বাসভবনে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গরীব, দুঃস্থ ও এতিম খানার ছাত্ররে মাঝে তবারক বিতরণ করা হয়। দোয় ও মিলাদ মাহফিলে এলাকাবাসী, নগরীর গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ মরহুমার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এ দিনে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগেও মরহুমার কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.