গুরু শিষ্যের সাতকাহন-সালেহ আহমেদ জঙ্গি
গুরু শিষ্যের সাতকাহন
================
কত গাধা করলাম মানুষ
তুইতো পুঁচকে বিড়ালছানা,
তোরে কেমনে করবো মানুষ
সেটা আমার ভালোই জানা।
মনে মনে হেসে বলি
ঠিক বলেছেন আপনি স্যার,
হলাম আমি বাঘের মাসি
জাতটা উঁচু হলো আমার।
মাথা হতে পা অবধি
কথার চাবুক মারতেন,
মাঝে মাঝে ভয় দেখাতে
হাতের বেতটা নাড়তেন।
বাঘের মাসি ঐ বিড়ালটি
মানুষ আজো হয়নি সে,
ভাগ্যবান তো সেসব বিড়াল
এমন স্যারকে পেয়েছে যে।
সেই বিড়াল আজ মাঝে মাঝে
স্যারের পাশে গিয়ে বসেন,
উঠলে কথা পুরোনো দিনের
লা জবাবে মুচকি হাসেন।
No comments