Header Ads



চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ মোরে অবস্থান নিয়েছিলাম-একেএম বেলায়েত হোসেন।

 

চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ মোরে

তারা(বিএনপি-জামায়াত) তাদের পুর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সেদিন কোথাও কোনো রাস্তায় নামতে সাহস করেনি।

২১ অক্টোবর ২০১৫ এর কথা। আমরা সেদিন  নেতার(চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদি্দন চৌধুরী) নির্দেশে জমাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বন্দর নগরী চট্টগ্রামের  প্রতিটি  গুরুত্বপূর্ণ মোরে অবস্থান নিয়েছি লাম। তারা(বিএনপি-জামায়াত) তাদের পুর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সেদিন কোথাও কোনো রাস্তায় নামতে সাহস করেনি।

 

পুর্ব রাতে  নেতা(চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদি্দন চৌধুরী) টেলিফোনে আমাকে বড়পোল - এক্সেস রোড মোরের দায়ীত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন। ঐদিন দুপুর বেলা নেতা শহর প্রদক্ষিণ করার সময় আমাদের অবস্থান স্থলে এসে বক্তব্য রাখছিলেন।

 

আসুন আমরা সবাই নিজেদেরকে পুনর্গঠিত করে সে-সব দিনের অবস্থায় ফিরে যাই। দেশ জাতি দল এবং সরকার শক্তিশালী হবে।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সন্ত্রাস মাদক ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরবচ্ছিন্ন উন্নয়ন ( sustainable development)

নিশ্চিৎ করা সম্ভব হবে। জয় বাংলা।  জয় বঙ্গবন্ধু

একেএম বেলায়েত হোসেন-উপদেষ্টা-বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখা।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.