Header Ads



সি আর বি রক্ষায় প্রতিবাদী ছড়া-সৈয়দা সেলিমা আক্তার

 

সি আর বি রক্ষায়

 সি আর বি

সৈয়দা সেলিমা আক্তার

চারিদিকে সবুজ সবুজ

কী মনোরম গাছ,

হাঁটতে চলতে নিতে পারি

বুক ভরে নিঃশ্বাস।

ফাগুনে বা বৈশাখেতে

মেলায় ছুটে যাই,

নৃত্যে গীতে আনন্দেতে

মাতি সবাই তাই।

কার মাথাতে চেপেছে রে

ভূত অথবা পোকা,

হাসপাতাল বানাতে চায়

কোন সে মহাবােকা!

নিরিবিলি প্রাণ সবুজের

 পথটা না হোক বন্ধ,

সবকিছু থাক আগের মত

চাই না বিভেদ দ্বন্দ্ব।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.