Header Ads



সিআরবি শিরিষ তলায় হাসপাতাল নির্মাণ পরিকল্পনা বাতিল করতে হবে-ইতেখার সাইমুল চৌধুরী

 

সিআরবি শিরিষ তলায়

সিআরবিতে হাসপাতাল বিষয়ে-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক - জননেতা এডভোকেট শেখ ইতেখার সাইমুল চৌধুরী বিবৃতি।

সিআরবি শিরিষতলা শুধুমাত্র যে মুক্ত বাতাস গ্রহণের স্থান বা সাংস্কৃতিক পরিমণ্ডল তা নয়, যে স্থানে হাসপাতাল প্রস্তাব করা হয়েছে সে স্থানটি হল মহান মুক্তিযুদ্ধের সাহসী সেনাপতি চাকসুর জিএস শহীদ রব এর সমাধিস্থল (কবরস্থান)। তার নামে নামকরণ করা হয়েছে শহীদ আব্দুর রব কলোনি।

 সিআরবি মোড়ের অনতিদূরে রয়েছে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ক্যাপ্টেন রফিকের (পরবর্তীতে মাননীয় মন্ত্রী) কমান্ড অফিস কাঠের বাংলো। ৭ রাস্তার মোড়ের জিপের পিছনে টেনে পাকবাহিনী শহীদ করেছেন তৎকালীন ওসি কোতোয়ালি শহীদ খালেক কে। পাকিস্তানি বাহিনীর বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয় সিআরবি এলাকায়।মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই সিআরবি শিরিষতলা।চট্টগ্রামের মুক্ত বাতাস পাওয়ার একটি বৃহৎ স্থান।

আমার শৈশব ও যৌবনকাল অতিবাহিত হয়েছে এই এলাকা ঘিরে। তখন কৃষ্ণচূড়ায় অপরূপ সাজে সাজতো সিআরবি মোড়।গোয়ালপাড়া ব্যক্তিমালিকানাধীন জায়গা। প্রস্তাবিত স্থানের পাশে চসিকের রেলওয়ে হাসপাতাল কলোনী স্কুল এন্ড কলেজ তার অনতি দূরে একটি খ্রিষ্টান মিশনারি স্কুল এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল।

গোয়ালপাড়া, বাটালি রোড, জুবলি রোড, এনায়েত বাজার এলাকায় জনবসতি। হাসপাতালের বর্জ্য আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বন্ধ করা হোক এই প্রকল্পের কাজ। চট্টগ্রাম শহরে ও শহরতলীতে অনেক রেলওয়ের সম্পত্তি অবহেলিত ভাবে আছে। ঐসব জায়গায় প্রস্তাবিত হাসপাতাল করা যেতে পারে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.