হেফাজতের নৈরাজ্যের বিরুদ্ধে পাঁচলাইশ ও বায়েজিদ থানার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
অক্সিজেন চত্বরে পাঁচলাইশ ও বায়েজিদ থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
সারাদেশে উগ্র মৌলবাদী গোষ্ঠী হেফাজত-জামাত শিবিরের নৈরাজ্য, তান্ডব, দেশবিরোধী ষড়যন্ত্র ও ইস্যুবিহীন হরতালের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের আওতাধীন পাঁচলাইশ ও বায়েজিদ থানার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু চত্বরে অবস্হান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্রগ্রাম মহানগর যুবলীগের সদস্য, সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নূরুল আনোয়ার বলেন,
বাংলাদেশ ৫১-এ পা রেখেছে। কিন্তু আমাদের যুদ্ধটা এখনো শেষ হয়নি। যুদ্ধাপরাধী রাজাকার-আলবদরদের সন্তানরা এখন দেশে-বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ধর্মান্ধ, মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন বঙ্গবন্ধু। এই অপশক্তি আসলে বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করতে চায়। এদের কঠোরভাবে দমন করতে হবে। এদের বিরুদ্ধে প্রয়োজন আরেকটি যুদ্ধ।
ইসলাম শান্তির ধর্ম৷ কিন্তু তারা (হেফাজত) যে ভাষায় কথা বলছে, এটা জঙ্গিবাদের ভাষা, সংঘাতপূর্ণ ভাষা৷ ইসলামের নামে এ ধরনের মৌলবাদী, উগ্রবাদী কথা বললে এটা বরদাশত করবেনা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্ম। আজ মৌলবাদী গোষ্ঠী সারাদেশে হুমকি-ধামকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে৷ আমরা যারা মুক্তিযুদ্ধের মূল নীতি-আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী, আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি, এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে।ধর্মের নামে রাজনৈতিক অপতৎপরতা রুখে দেবার আমাদেরকে প্রস্তত থাকতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্রগ্রাম মহানগর যুবলীগের সদস্য নাছির তালুকদার, মেজবাহ উদ্দীন নোবেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন আনিসুর রহমান মানিক, মাকসুদ চৌধুরী, শাহাদাত হোসেন, শফিউল আলম মন্টি, মোঃ শাকিল৷ বিশ্বজিৎ দে, পংকজ দে, মোঃ আমলগীর, পাঁচলাইশ যুবলীগ নেতা হাজী নাছির উদ্দীন,আমির হোসেন আমু, আমিনুল করিম,ইসহাক খান মাসুম,আনোয়ার হোসেন সেন্টু।
No comments