Header Ads



কিছু অতি বিপ্লবী স্বঘোষিত নেতা,সুযোগ পেলেই হেফাজতে ইসলামের জন্য মায়াকান্না করে-হাসান মনসুর

হেফাজতের বিরুদ্ধে রাজনৈতিক শুদ্ধি অভিযানের নামার আগে আওয়ামী লীগের ভিতর থাকা হেফাজতীদের আটকাতে হবে।

কিছু অতি বিপ্লবী স্বঘোষিত নেতা,সুযোগ পেলেই হেফাজতে ইসলামের জন্য মায়াকান্না করে

আওয়ামী লীগের পদ পদবীতে থেকে, দলের কারনে সুবিধাজনক অবস্থায় থাকা - হাল আমলের কিছু অতি বিপ্লবী স্বঘোষিত বিশ্ব নেতা - সুযোগ পেলেই হেফাজতে ইসলামের জন্য  মায়া কান্না করে। হেফাজতের  আমীর বা তাদের নেতাদের জন্য বিলাপ ধরে কাঁদে এই নব্য লীগাররা। সুযোগ পেলেই ঐক্য বা আওয়ামী লীগের স্বার্থের কথা বলে -- এরা হেফাজতীদের হেড কোয়ার্টার  হাটহাজারী মাদ্রাসায় গিয়ে নেক সোহাগী হয়৷ ফটো তুলে প্রচার করেন। এরা  ঢাকায় থাকা দলীয় হাই কমান্ডকে বুঝাতে চেষ্টা করে-- হেফাজতকে  ঠিক রাখতে পারলেই - আওয়ামী লীগের ক্ষমতা পাক্কা। একবার দুইবার নয় - বারবার হেফাজতকে নিয়ে এসব ডাবল Standard রাজনীতি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

 স্থানীয় ভাবে ভোটের মাঠে সুবিধা,লিয়াজো করে আগামীতে দলে ভালো অবস্থানে যাবার জন্য - এই টাউটামি রাজনীতি চলে আসছে। মুলত ২০১২ শাপলা চত্বর  পরবর্তী হেফাজতের তান্ডব এর পর থেকেই আওয়ামী রাজনীতিতে হেফাজতকে চামচ মারা একটি চক্রের সৃষ্টি হয়েছে।🇧🇩অসাম্প্রদায়িক দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত - বঙ্গবন্ধুর আওয়ামী লীগে প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী ধান্ধাবাজদের কোনো স্থান নেই। এই ওহাবী, বিকৃত উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর দোঅা আশীর্বাদ নিয়ে, যারা আগামীদিনে প্রগতির নেতা হতে চান - তারা ভন্ড আওয়ামী লীগ। তাদের তালিকা তৈরী করা এখন সময়ের দাবী।

আওয়ামী লীগের ত্যাগী বর্ণাঢ্য নেতাদের মৃত্যু দাফন জানাযায় উদাসীন থাকা অনেক নেতাকেও দেখা গিয়েছে -- হেফাজতের নেতাদের স্বাভাবিক মৃত্যুতে বিলাপ ধরে কাঁদতে।  অবাক হতে হয় আওয়ামী ঘরানার নবীন কচি প্রান ছেলেরাও হেফাজতের নেতাদের বা তাদের তরীকাকে আইডল মানেন। আজকে যাদের দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজপথে হেফাজতের থানায় হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাদের অনেকেই হেফাজতের সাথে তলে তলে লাইন রাখেন। আবার তাদের হাতে পিটা খেলে - তাদের বিরুদ্ধে কথা বলেন। হেফাজতের বিরুদ্ধে রাজনৈতিক শুদ্ধি অভিযানের নামার আগে আওয়ামী লীগের ভিতর থাকা হেফাজতীদের আটকাতে হবে। আজকে মহান স্বাধীনতার ৫০ তম জন্মদিনে  হেফাজতের মাধ্যমে যেটা হলো -  তা নিন্দনীয়। ইচ্ছে করেই মনের জ্বালা মেটাতে আজকের দিনটাকেই তারা বেছে নিয়েছে থানা হামলা করতে।

হাসান মনসুর-সাঃ সম্পাদক (সাবেক) কোতোয়ালী থানা আওয়ামী লীগ,চট্টগ্রাম মহানগর।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.