Header Ads



মাদ্রাসা ছাত্ররা ত্রাস করছে এটি সঠিক নয়:শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

কোনো আলিয়া মাদ্রাসা হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত হয় না।

মাদ্রাসা ছাত্ররা ত্রাস করছে এটি সঠিক নয়:
মহিবুল হাসান চৌধুরী নওফেল


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে নামেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ান।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এসব ঘটনায় হেফাজতে ইসলাম কিংবা মাদরাসা ছাত্রদের জড়িত থাকার গড়পরতা অভিযোগটি সঠিক নয়। তার মতে, বিএনপি-জামায়াতের প্রলোভনে এবং তাদের অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নে পথে নেমেছে হেফাজতে ইসলামের পথভ্রষ্ট একটি অংশ।

রোববার (২৯ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  এ মন্তব্য করেন।

তিনি বলেন,কিছু কওমি মাদ্রাসার ছাত্র, যারা হেফাজতে ইসলামের  পথভ্রষ্ট একাংশ, জামাত শিবির ও বিএনপির প্রলোভনে তাদের অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নের পথে নেমেছে। এদের সাথে সাধারন মাদ্রাসা ছাত্রদের একভাবে কোনোভাবেই দেখা যাবেনা। তাই সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকা প্রয়োজন।  আমাদের কোনো আলিয়া মাদ্রাসার ছাত্র বা ছাত্রী এই দুইদিনের অরাজকতার সাথে নেই। তাই "মাদ্রাসা ছাত্ররা" ত্রাস করছে এই ধরনের অভিযোগ তোলা সঠিক নয়। আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসা এক নয়। কোনো আলিয়া মাদ্রাসা হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত হয় না।

 কিছু কওমি মাদ্রাসার ছাত্র রয়েছেন, যারা হেফাজতে ইসলামের পথভ্রষ্ট অংশের সাথে জড়িত। জামায়াত-শিবির ও বিএনপির প্রলোভনে তারা পথে নেমেছে। এদের সঙ্গে সাধারণ মাদরাসা ছাত্রদের কোনোভাবেই এক করা যাবে না। তাই সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকা প্রয়োজন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, কোনো আলিয়া মাদরাসার শিক্ষার্থী এই দুইদিনের অরাজকতার সঙ্গে জড়িত নয়। তাই ‘মাদরাসা ছাত্ররা’ ত্রাস করছে- এই ধরনের অভিযোগ তোলা সঠিক নয়। আলিয়া মাদরাসা আর কওমি মাদরাসাও এক নয়। কোনো আলিয়া মাদরাসা হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত হয় না।

 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.