আমরা নিরার্থপর সুস্থ রাজনীতির প্রত্যাশায় থাকলাম-একেএম বেলায়েত হোসেন।
মহানগর আওয়ামী লীগের তদানিন্তন দপ্তর সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী এবং আমি ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক দিবসের কর্মসূচী পালন করেছি।
পঞ্চাশ থেকে আশির দশক পর্যন্ত আওয়ামীলীগের
সাংগঠনিক পদগুলো দখলে নেয়ার কোন জোর তদবির ছিলনা। একই অবস্থা ছিল দু’হাজার এক থেকে দু’হাজার আট সাল পর্যন্ত।
এক-এগারোর সময় কালীন দু'বছর অনেক নামীদামি
নেতাকে রাস্তা-ঘাটেও দেখা যায়নি।
এসময় জাতীয় শোকদিবস পালন কারবার জন্য কোনও দলীয় কর্মসূচী গ্রহণ করাও সম্ভব
হয়নি। মহানগর আওয়ামী লীগের তদানিন্তন দপ্তর সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী এবং আমি ছাত্রলীগের
কয়েকজন কর্মীকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক দিবসের কর্মসূচী পালন করেছি।
সঙ্গে বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক
প্রয়াত অশোক সেন গুপ্ত তার সংগঠনের শিল্পীদের নিয় দেশাত্ম- বোধক সঙ্গীত পরিবেশন করতেন।
সাধারন কিছু মানুষ দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত থাকতো। আজ সংগঠনের পদ দখলের জন্য তীব্র
প্রতিযোগিতা হচ্ছে।
জাতীয় শোকদিবস'র কর্মসূচির অনুষ্ঠান স্থলে হাজারো অত্যুৎসাহী নেতা কর্মীর তীব্র ভীরে সাধারণ মানুষের
কোন স্থান হয়না। আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে সে-সময় দলকে আঁকড়ে ধরে রেখছিলাম তারা
আজ আনন্দে আপ্লূত। অপরদিকে অজানা আশংকায় শংকিত। আমরা নিরার্থপর সুস্থ রাজনীতির প্রত্যাশায়
থাকলাম। জয়বাংলা।
একেএম বেলায়েত হোসেন
উপদেষ্টা:বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম
মহানগর।
No comments