Header Ads



নেতা নাই দৃষ্টিতে,আছেন তিনি অন্তরে-হারুন উর রশিদ

 

নেতা নাই দৃষ্টিতে,

এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

অনেক চড়াই-উৎরাই,আলোচনা-সমালোচনার মেঠোপথ,গলিপথ আর মহাসড়কের পথ পাড়ি দিয়ে রাজনীতিকে জয় করেছিলেন তিনি অনেক আগে।

রাজনীতিবিদ হিসেবে কখোন ও বন্ধুর কখোন মসৃণতায় এ বি এম মহিউদ্দিন চৌধুরী সীমা অতিক্রম করে তিলে তিলে হয়ে উঠেন 

                     'জননেতা'

সে এক যুদ্ধজয়--প্রকৃত জননেতা না হলে সেটা বোঝার উপায় নেই;আর সে জন্যই মহিউদ্দিন চৌধুরীর ন্যুজ শরীরকে কখন লাঠিতে ভর দিতে আমরা দেখলে ও কিন্তু আশ্চর্য মনোবলে বলীয়ান এবিএম শরীরের ন্যুজতার বাঁধাকে তুচ্ছ করে আবার দাঁড়িয়ে গে'ছেন,সেটা ও দেখেছি।

তাঁর মতো বিপুল ভোটে পরাজিত হওয়া কোন নেতাকে পরাজয়ের দুই দিনের মাথায় পুর্ণোদ্যমে রাজপথে জনতার সাথে দেখা গে'ছে এমন নজির নাই বললেই চলে।

মেয়র হিসাবে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অর্জন ও সাফল্য মাইলস্টোন হিসেবে নগরবাসীর মনে প্রোথিত হয়েই থাকবে।

মৃত্যুপূর্ব হাসপাতালে যাওয়া অব্দি এ বি এম মহিউদ্দিন চৌধুরী মানুষের সাথে মানুষ নিয়েই ছিলেন।

হে জননেতা,তোমার মৃত্যুদিনে তোমার অগণিত ভক্ত-কর্মী ভারাক্রান্ত মনে আজ আবেগে আপ্লুত।

প্রকৃতির অমোঘ বিধানে আজ থেকে চার বছর আগে ফিরে গে'ছো তুমি আল্লাহ্‌ রাব্বুল আ'লামীনের কাছে।

কিন্তু হে নেতা,মনের কথা অনেকের মতো মনে না রেখে বিনয়ে বলি,কোথায় যেনো তোমার সেই শৌর্যবীর্য নেতৃত্বের সেই  পরম্পরার রিলে রেস (Relay race) শ্লথগতিতে কিঙবা পরিচর্যার ক্ষীণ দুর্বলতায় তোমার লক্ষ ভক্ত-কর্মীর মনের কোণায় অভিমানের কারণ,যা ইনশাআল্লাহ্ অচিরেই ঘুচে যাবে বলে আমাদের বিশ্বাস।

চট্টগ্রামের এ বি এম মহিউদ্দিন চৌধুরী  জনতার,

আমাদের প্রিয় মহিউদ্দিন ভাই ছিলেন মানবতার।

হে আল্লাহ্‌,আমাদের প্রিয় নেতার কবরকে তুমি জান্নাতের বাগান করে দাও।b

হারুন উর রশিদ

১৫/১২/২০২১

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.