ইতিপূর্বে ইউনাইটেড গ্রুপ’র অন্য কোন প্রতিষ্টানের নাম কি বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নামকরন করা হয়েছে?
বি,এন,পি জোট সরকারের আমলে ফুলে ফেঁপে উঠা এই প্রতিষ্ঠানে কোনোদিন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতেও তাকে স্মরণ করার নজির নাই।
অন্তর থেকেই যদি UNITED GROUP বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসে
- তাহলে তাদের উচিৎ অচিরেই - ঢাকা ইউনাইটেড
হাসপাতালের নাম পরিবর্তন করে 'শেখ রাসেল'" বা জাতির জনকের পরিবারের কারো নামে
নামকরন করা।। এই শিল্প গ্রুপ কি কারনে আকস্মিক জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের জন্য আবেগপ্রবন
হল , তা রীতিমতো রহস্যজনক।
বি,এন,পি জোট
সরকারের আমলে ফুলে ফেঁপে উঠা এই প্রতিষ্ঠানে কোনোদিন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতেও
তাকে স্মরণ করার নজির নাই ( আওয়ামীলীগ বিরোধী দলে থাকাকালে) । ইতিপূর্বে ইউনাইটেড গ্রুপ
এর প্রতিষ্টিত অন্য কোন প্রতিষ্টানের নাম কি বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নামকরন করা
হয়েছে কিনা - আমরা চট্টগ্রামবাসী জানতে চাই ??? এই ইউনাইটেড গ্রুপকে রেলের জায়গায় হাসপাতাল
করতে দিতে - যুগপৎ সমর্থন দিয়ে যাচ্ছে চট্টগ্রামের আওয়ামীলীগের কয়েকজন শীর্ষ নেতা।
সরকারী জায়গায় হাসপাতাল হবে - এটা সরকারের এখতিয়ার।হাসপাতাল
হলে চট্টগ্রামের স্বাস্থ্যখাতের উন্নতি হবে - এটাও অনস্বীকার্য -- সমস্যা শুধু একটা
হাসপাতাল তৈরি করতে - চট্টগ্রামের ফুসফুস খ্যাত - শহীদের সৃতি বিজড়িত - নৈসর্গিক সৌন্দর্যে
ভরা সি আর বি র সবুজ প্রকৃতি কেন বেঁছে নেওয়া হল? চট্টগ্রাম শহরের সবচেয়ে মূল্যবান
জায়গায় ৬০০ শতক জমির মূল্য ৬০০ কোটি যে কোন প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানই দিতে
রাজী হতো কিন্তু কি উদ্দেশ্য ৮ কোটি + টাকায় ইউনাইটেড গ্রুপকে এটা ৫০ বছরের জন্য লীজ
দেওয়া হল? বলা হচ্ছে এটা নির্মাণ করতে লাগবে ১২ বছর -- মজার ব্যাপার দেশের সবচেয়ে বড়
স্থাপনা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হচ্ছে ৫ বছরে। অনেক কিন্তু ? ও রহস্যে ভরা - এই
হাসপাতাল নির্মাণের চুক্তি।
একজন নাগরিক হিসেবে - দেশের প্রতি মমত্ববোধ থেকেই আমাদের
এই প্রতিবাদ। কারো বিরুদ্ধে এই আন্দোলন নয় - প্রতিহিংসা বা স্বার্থের জন্য এখানে মতানৈক্য নয়। এর সাথে জড়িত রাষ্ট্রের স্বার্থ ,
প্রকৃতি - পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তার সাথে এই নিরিবিলি স্থানে রয়েছে মহান মুক্তিযুদ্ধে
অসংখ্য শহীদের কবর। চট্টগ্রামের আপামর জনসাধারণের প্রানের দাবী এই সবুজ ধ্বংস করে এখানে
হাসপাতাল নির্মাণ করা যাবে না ।
সবচেয়ে বড়
লজ্জা - আমাদের আদর্শিক প্রাণপুরুষ - বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর প্রিয়তমা স্ত্রী
বঙ্গমাতা ফজিলতুনন্নেসা মুজিবের নাম বিক্রি করছে।
এই অপকর্মকে জায়েজ করার জন্য- বেনিয়া লুটেরা স্বার্থবাদী মহল সিআরবি এলাকায়
রাতে আঁধারে "বঙ্গমাতা" র ছবি সংবলিত
ব্যানার টানিয়ে দিয়েছে।
দিনের আলোয়
এই কাজ না করে - গভীর রাতে এ ধরনের কাজ - প্রকারন্তরে বঙ্গবন্ধু পরিবারকেই হেয় করার নামান্তর। সি,আর,বি
তে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রাম বাসী ঐক্যবদ্ধ। আমরা প্রত্যাশা করি - বঙ্গবন্ধু
কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে এই ঐতিহ্যবাহী প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে
হাসপাতাল তৈরির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সদয় হস্তক্ষেপ কামনা করি।
হাসান মনসুর-সদস্য। নাগরিক সমাজ , চট্টগ্রাম ।
No comments