Header Ads



একদল কুলাঙ্গার দেশের বিরুদ্ধে সোশাল মিডিয়াতে কুৎসা রটনা করছে-একেএম বেলায়েত হোসেন

 

একদল কুলাঙ্গার  দেশের বিরুদ্ধে

বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন দেখলে এসব দেশদ্রোহী কুলাঙ্গার দলের গায়ে জালা ধরে। হিংসার আগুনে জলে পুরে খাক হয়ে যায়।

সারা বিশ্বের মানুষ,বিশ্ব নেতৃবৃন্দ এমনকি যারা আমাদের ৩০ লাখ লোককে হত্যা করেছে,দু'লাখ মা-বোনের সম্ভ্রম হানি ঘটিয়েছে সে-ই পাকিস্তানের সংসদেও যখন বাংলাদেশের অভুতপুর্ব উন্নয়ন প্রশংসায় পঞ্চমুখ তখনই বাংলাদেশের একদল কুলাঙ্গার আড়ালে আবডালে থেকে দেশের বিরুদ্ধে সোশাল মিডিয়াতে কুৎসা রটনা করছে।

বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন দেখলে এসব দেশদ্রোহী কুলাঙ্গার দলের গায়ে জালা ধরে। হিংসার আগুনে জলে পুরে খাক হয়ে যায়।সারা বিবিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনা সততায়-নিষ্ঠায় বিশ্বসেরা তিনজন রাষ্ট্র নায়কের অন্যতম বলে স্বীকৃত। শেখ হাসিনার এই বিশ্ব স্বীকৃতি কুলাঙ্গার জন-বিরোধী শক্তির চারিদিক অন্ধকার করে দিয়েছে। তারা এখন পথহারা আঁধারের যাত্রী।

এরা মোস্তাক,জিয়া,গোলামআযম নিজামি,ফকা-সকা'দের উত্তরসূরী-রুহানি সন্তান। এদেরকে উৎখাত করে- এদের স্ব মুলে ধ্বংস করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কলুষ করতে হবে। সাথে সাথে বঙ্গবন্ধুর স্বপ্নেরসোনার বাংলার চলমান উন্নয়ন স্থিতিশীল করার জন্য জন-নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দলের রাজনীতিকে সুবিধাভোগী দুর্নীতিবাজ মুক্ত কারার কোন বিকল্প নেই।

দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধুর খুনি জেল হত্যা, ২০০৪ সালেহ ২১ আগষ্টের বোমা হামলার আসামি সহ সকল সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করতে হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রনালয়কে আরও ডাইনামিক করতে হবে। খ্যাতিসম্পন্ন শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের অধিনে এ মন্ত্রনালয় পরি-চালিত হওয়া ব৷ঞ্চনীয়। শুধু উচ্চ শিক্ষিত ভদ্রলোক দিয়ে চলবেনা। ঘরে বাইরে  সর্বস্তরে দুষ্টের দমন এখন সময়েরই দাবী।  জয়বাংলা।

একেএম বেলায়েত হোসেন উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ-চট্টগ্রাম মহানগর।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.