মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ।
অভিনন্দন গাউসিয়া কমিটি
গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি সুন্নি মুসলিম মতাদর্শের আধ্যাত্মিক ধর্মীয় সংগঠন।গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হলেও এদের মধ্যে নেই কোন গোড়ামী। গাউসিয়া কমিটির সদস্যরা নিজেদের শুধু ধর্মীয় আরাধনায় সীমাবদ্ধ করে রাখেনি-এরা ধর্মীয় কাজের সাথে সাথে অংশ গ্রহন করছেন সামাজিক বিভিন্ন কর্মকান্ডে।
বিশেষ করে করোনা মহামারির শুরু থেকে যখন সবাই করোনা আত্রান্ত ও করোনায় মৃত্যু ব্যক্তি থেকে দুরত্ব বজায় রাখতো তখন গাউসিয়া কমিটির সদস্যরা করোনাক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহ সহ বিভিন্ন রকমের সেবা ও করোনায় মৃত্যু ব্যক্তির কাফন দাফন সহ সর্ব প্রকার কাজ এরা জীবনের ঝুকি নিয়ে অদ্যাবধি দেশব্যাপী সম্পাদন করে যাচ্ছেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি মুসলিম ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হলেও এদের সেবা শুধু মাত্র মুসলিমদের মধ্যে এরা সীমাবদ্ধ করে রাখেনি অন্যান্য ধর্মাবলম্বীদেরও যার যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সৎকার করে যাচ্ছেন প্রতিনিয়ত।গাউসিয়া কমিটি সদস্যরা প্রমান করে দিয়েছেন ধর্মে গোড়ামীর কোন স্হান নাই, স্রষ্টার সৃষ্টির সেবা করা ধর্মের একটি অপরিহার্য্য অংশ।
গাউসিয়া কমিটি দেখিয়ে দিয়েছেন শুধু মাত্র উপসানলয়ে বসে বসে সৃষ্টিকর্তার উপসান করার মধ্যে ধর্ম সীমাবদ্ধ নয় ,ধর্মমানে স্রষ্টার স্মরণের সাথে সাথে তাঁর সৃষ্টির কল্যানে নিজেকে নিয়োজিত করা,রোগাক্রান্ত বিপদগ্রস্হ নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগীতা করা।যেটি বর্তমানে করে যাচ্ছেন মানবিক সংগঠন গাউসিয়া কমিটির সদস্যরা-যাহা আমাদের সবার জন্য একটি শিক্ষনীয় ও অনুকরণীয় বিষয়। অভিনন্দন মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ।
No comments