Header Ads



বিবেক তাড়িত সত্যকথন-হারুন উর রশিদ

 

বিবেক তাড়িত সত্যকথন

বিবেক তাড়িত সত্যকথন(১)

পারিবারিক ঐতিহ্যের পথ বেয়ে অত্যন্ত গর্বিত হৃদয়ে অন্তরে আওয়ামীলীগ ধারণ করি।

প্রাণপ্রিয় এই দলটির কিছু বর্ণচোরা পা চাটা নেতা কর্মীর পদস্খলনে দলের অবস্থান বিতর্কিত হচ্ছে,অথচ সেই ক্রিমিনাল দোকানিরাই হাতিয়ে নিচ্ছে পদ-পদবীর নিত্য নুতন পালক,টাকার পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে তাদের দলের আদর্শ পরিপন্থী হীন কার্যক্রম।

প্রশ্ন হচ্ছে,এরা কারা?

আপনি আমি তিনি,আমরা নিশ্চিত জানি এরা কারা?

জানার পর ও তাদের তো বয়কট করছিই না,বরং সভা-সমিতি দলীয় প্রোগ্রামে তাদের সাথে সহাস্য বদনে ছবি তুলেই চলেছি।আবার সেই আমি আপনি তিনি যখন নিজেরা নিজেদের সাথেএকত্রিত হই,আমরা তাদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করছি,হা হুতাশ করছি।

কি এক অপরূপ স্ববিরোধীতা?

কি এক নিজের পায়ে নিজে কুড়াল মারা?

এতে কি দল লাভবান হচ্ছে?

সামষ্টিক রাজনীতি উপকৃত হচ্ছে?

নেতিবাচক কিছু দেখলেই সাত পাঁচ না দেখেই "হাইব্রীড বিএনপি জামাত" অনুপ্রবেশকারী বলে দিচ্ছি আমরা।

আরে সেই বিএনপি জামাত তো আমার আপনার বড় বড় নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে ঢুকেছে।

চট্টগ্রামে অন্তত ৩/৪টা সংসদীয় আসন তো সেই ইঙ্গিতই দেয়।ধরুন,এই মাফিয়াদের না আনলে এই আসনগুলো আমাদের হাতছাড়া হতো?

হতো,তাতে কি প্রবলেম?

মনে রাখতে হবে,সেই এমপি-রা যতই তাদের এলাকাকে উন্নয়নের মহাসমুদ্র বানিয়ে দিক,দিনের শেষে তারা আওয়ামীগার নয়।এখন দল ক্ষমতায় বলে তারা একেক জন বড় বড় আওয়ামীলীগার,অনেক বড় মুজিব ভক্ত।

কিন্তু সময়ের বৈপরিত্যে আপনি আমি বুঝবার আগে ঠিকই তারা লেজ গুটিয়ে পগারপার হয়ে যাবে অথবা মুজিব কোটের বদলে গায়ে তুলবে সাফারিস্যুট কিঙবা অন্য কোন নুতন বেশ।

 

বিবেক তাড়িত সত্য কথন(২)

সহজ বাংলায় বুঝিয়ে দিন,দলের নেতা কর্মীদের থানায় কি কাজ?

রাত নাই দিন নাই সব সময় থানায় আসা যাওয়া,খোশ গল্প! কি কাজ?

হ্যাঁ,অবশ্যই কাজ থাকতে পারে;আমি এলাকার দলীয় নেতা হিসাবে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সাধারণ মানুষের পক্ষে তাদের উপকারের জন্য থানার দ্বারস্থ হতেই পারি।কিন্তু তা প্রতিদিনই হবে,তা তো গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য কোনটাই হতে পারে না।

নুতন থানা কর্মকর্তা,টিএনও,ইউএনও-র আগমনে ফুলের মালা দিয়ে রাজনীতিবিদদের বরণ করে নিতে হবে কেনো? ভাগের দোকান যাতে ঠিক মতো চলতে পারে,এই জন্য?

এইসব চলছে বলেই আজ অনেকক্ষেত্রে প্রশাসনের লোকজন-আমলারা রাজনীতিবিদদের মনিব বনে গে'ছেন।

যার ফলশ্রুতে অক্লান্ত পরিশ্রমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচুর সাফল্যের ফসল আমরা ঘরে তুলতে পারছি না।

(দেখুন কি অবস্থা?

সচিব এসেছেন কক্সবাজার।তাঁর লাগেজ টানছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র।Can you believe this?)

ছি: ছি: ছি:

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.