Header Ads



বৃষ্টির ছলনা-সালেহ আহম্মদ জঙ্গি

 

বৃষ্টির ছলনা

বৃষ্টির ছলনা-সালেহ আহম্মদ জঙ্গি


বৃষ্টি নামের ললনার

ছলনায় রাগ শ্রাবণের

সুযোগ বুঝে সূর্য মামা

রূপ ধরেছে রাবনের।

মেঘ কন্যার উঁকি ঝুঁকি

চলছে সারক্ষণ,

সুযোগ বুঝে প্রেম কাননে

আসছে সমীরণ।

হা হুতাশে বেজায় বেজার

ধরার প্রাণীকুল,

ইচ্ছে করে টেনে ছিঁড়ি

ঐ ললনার চুল।

সময় গেলে হয়না সাধন

ওহে ললনা,

কোনবা দোষে করছো তুমি

এমন ছলনা?

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.