Header Ads



ডেঙ্গু মরার উপর খাঁড়ার ঘা

 

ডেঙ্গু মরার উপর খাঁড়ার ঘা

করোনার মধ্যে শুরু হয়েছে ডেঙ্গু এ-যেন মরার উপর খাঁড়ার ঘা।

এখন দেশ ব্যাপি চলছে ভয়াবহ করোনার তান্ডপ,অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে কোবিড-১৯ এ আক্রাস্ত রোগীর সংখ্যা।দৈনিক হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে,প্রতিদিন শতশত মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন নাফেরার দেশে।

তার উপর এখন শুরু হয়েছে ডেঙ্গু এ-যেন মরার উপর খাঁড়ার ঘা।

আমরা একটু সর্তক/সচেতন হলেই চেষ্টা করলেই কোভিড-১৯ ও ডেঙ্গু থেকে বাচঁতে পারি। করোনা ভাইরাস খালি চোঁখে দেখা যাইনা তাই এটা কখন আমাদের আক্রমন করে জানিনা,তাই বিশেষজ্ঞরা বলছেন এ ভাইরাস থেকে বাচঁতে হলে আমাদের সর্তক ও সচেতন হতে হবে স্বাস্হ্যবিধি মানতে হবে,গায়ের পোশাকের মত মাস্কও অপরিহার্য ভাবে পরতে হবে,হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে,শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে,অবশ্যই করোনার টিকা নিতে হবে।

অন্যদিকে বর্তমানে দেশে বিভিন্ন স্হানে দেখা দিয়েছে ডেঙ্গু,আমাদের মাঝে ডেঙ্গু ছড়াচ্ছে এডিস মশা,স্ত্রী এডিস মশারা টায়ার,প্লাস্টিকের ড্রাম,ফ্রিজের ট্রে,নারিকেলের খোসা,ফুলের টব ইত্যাদির মধ্যে বংশবৃদ্ধি করা পছন্দ করে। স্ত্রী এডিস মশা পানি থাকা পাত্রের ভিতরের দিকের ভেজা দেয়ালের গায়ে ডিম পাড়ে,প্রায় ২ থেকে ৭ দিনের মধ্যে তা থেকে লার্ভাগুলি বেরিয়ে আসে।পরে এই লার্ভা গুলি রূপান্তরিত হয় এডিস মশায়।ঐ মশা গুলিই ডেঙ্গু রোগে আক্রান্ত করে আমাদের।

আমরা একটু সতর্ক ও সচেতন হলে,একটু দায়িত্ববান হলে ডেঙ্গু থেকে বাচঁতে পারি।আমরা আমাদের বাড়ির চারপাশ যদি পরিস্কার পরিচ্ছন্ন রাখি কোথাও তিনদিনের অধিক অল্প পানি জমতে না দেয় তাহলে ডেঙ্গুর বংশবৃদ্ধি হবেনা-তাই আসুন আমরা সবাই স্বাস্যবিধি মেনে চলি কেরোনা ও ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.