Header Ads



হঠাৎ একটু ভাবতে বসলাম : সাদিয়া আহমেদ কাশমিরা

 

হঠাৎ একটু ভাবতে বসলাম

হঠাৎ একটু ভাবতে বসলাম

একা নিরালায় বসে ভাবতে বেশ ভালোই লাগে। কি আর করবো? একা মানুষের, তার একাকিত্বের কাজই বোধ হয় এটা! আমিও তাই-ই করছি।

ভাবছি,কতগুলো দিনই তো জীবন থেকে চলে গেল,সাথে চলে গেল কত কত মানুষ।কেউ চলে গেল চোখের আড়ালে,কেউ চলে গেল মনের আড়ালে, কেউ বা না ফেরার দেশে।এদের প্রত্যেকে যাবার আগে কিছু না কিছু তো দিয়েই গেল।কেউ দিয়ে গেছে শিক্ষা, কেউ দিয়ে গেছে কষ্ট আবার কেউবা দিয়ে গেছে স্মৃতির বোঝা। খুব ভালো লাগে জানো! যখন পাশে থেকে মাথায় হাত রেখে কেউ শিখিয়ে দেয়,কষ্টগুলো কোথায় যেন মিলিয়ে যায় সে কোমল হাতের স্পর্শে কিংবা সেই কাঁধে মাথা রেখে। কিন্তু যখন সে কেউ নামের ব্যক্তিটি কিংবা ব্যক্তিগুলোর ছায়া মিলিয়ে যায় তখন স্মৃতি হয়ে রয়ে যায় সব কিছু।আর এই স্মৃতির বোঝা যে কতটা ভারী তা যে বয় শুধুমাত্র সে-ই জানে।

আমিও ঠিক তাই-ই ভাবছি,অনেক তো স্মৃতি জমা হলো,অনেক শিক্ষা সাথে অনেক কষ্টও। কি করে বয়বো এতো বোঝা!! ভাবছি আর খুঁজছি সেই কোমল হাতের স্পর্শ, একটি বার যদি পেতাম আজীবনের জন্যে আগলে রাখতাম।কিন্তু তা তো আর হবার নয়! যা চলে তা আর আসে না,পার করে ফেলা সময় কখনও ফেরত পাওয়া যায় না।স্মৃতির বোঝাগুলো নিয়েই আজীবন বাঁচতে হয়।তবুও ভাবছি, ভেবেই চলছি! কি আর করবো একা মানুষের,তার একাকিত্বের বোধহয় এটাই কাজ!

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.