Header Ads



একেমন নেতা যে ভক্তকূল কে সারা দুনিয়ার মানুষের সামনে কলঙ্কিত করলো!Rashida Hoque Konica

একেমন নেতা যে ভক্তকূল কে সারা দুনিয়ার মানুষের সামনে কলঙ্কিত করলো!ভক্তকুলের নাক কাটলো!তোমরা কোন নেতার উত্তরসূরি!

একেমন নেতা যে ভক্তকূল কে সারা দুনিয়ার মানুষের সামনে কলঙ্কিত করলো!
মামুনুল হক

ভন্ড মামুনুল হকের ভক্তরা,তোমাদের কাছে প্রশ্ন, কার জন্য তোমরা এতো মাতম করছো, যে সারা দুনিয়ার মানুষের সামনে তোমাদের ঈমানকে ধূলিসাৎ করে দিলো! অবৈধ কাজ করার আগে একবারও কি তোমাদের নেতা মামুনুল  হাজারো ভক্তের কথা ভেবেছে! না ভাবেনি,নিজের দেহের তেষ্টা মিটাতে রিসোর্টে গিয়েছেন বেগানা নারী নিয়ে।

একেমন নেতা যে ভক্তকূল কে সারা দুনিয়ার মানুষের সামনে কলঙ্কিত করলো,ভক্তকুলের নাক কাটলো!তোমরা কোন নেতার উত্তরসূরি!  যার নৈতিক চরিত্র নেই,যে ইসলামের দোহাই দিয়ে বেগানা নারীদের সাথে অবৈধ কাজে লিপ্ত হন।

আবার তোমরা ভক্তরা ও সেই একি অপরাধে শামিল হলে।তোমরা যারা নিজেদের কে  তৌহিদীজনতা বলো তারা  মামুনুল হকের অবৈধ কাজকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যের জন্ম দিচ্ছো। বিভ্রান্তিকর পোষ্ট দিয়ে মিথ্যেকে সত্য বলে জায়েজ করছো।নিজেরা কোথায় লজ্জিত হবে, হেদায়েত হবে,আল্লাহ'র কাছে তওবা করবে।এমন জঘন্য গুণাহে্র  জন্য মাপ চাইবে! তোমরা এই জঘন্য অপরাধীকে নিজেরাই শাস্তি দিবে।

উল্টা মিথ্যে ভিডিও বানিয়ে সরকার বিরোধী অপপ্রচার করছো।মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যেকথার শামিল হচ্ছো। তাতে কি তৌহিদীজনতাদের ঈমান নষ্ট হচ্ছেনা! হবেই বা কি করে, যাদের নেতাই একজন চরিত্রহীন লম্পট,তাদের ঈমানি জোর বেশী একেবারে ফুলের মত পবিত্র।অবৈধ বেগানা নারী, অন্যের স্ত্রীকে নিয়ে বিনোদন, রাত্রি যাপন,আমোদ ফুর্তি সহ অনৈতিক কাজ করাও তাদের ক্ষেত্রে জায়েজ, হালাল।এই হলো তাদের ঈমান শরিয়া।একদল ভন্ডদের ভন্ডামি দেখে তোদের মানুষ ভাবতেও ঘৃণা হয়।

ধরে নিলাম ভন্ড মামুনুল  বৈধ স্ত্রী (প্রমাণিত না)নিয়ে অবকাশ যাপনে গেছেন।এই বৈবাহিক জীবনের বৈধতার মূল দলিল কাবিননামা। কেনো মামুনুল সেইদিক জনতার সামনে সঠিকভাবে জনতার প্রশ্নের জবাব সহ সঠিক উত্তর দিতে পারেনি! ধরে নিলাম সেইদিক কিছুটা বিভ্রান্ত হয়েছে জনতার রোষানলে। কিন্তু একটি বৈধ বিয়ের তথ্য স্বামী স্ত্রী সহ পরিবারের পিতা-মাতা,ভাই-বোন অনেকেই দিতে পারে। যেকেউ পারিবারিক বিয়ে হোক বা নিজেদের মতামতের ভিত্তিতে বিয়ে হোক,কোথায় কোন কাজী দ্বারা কখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কত তারিক কোন স্থানে,কাদের কাদের উপস্থিতিতে, কারা বিয়ের স্বাক্ষী ইত্যাদি, এটা যে কেউ বলতে পারে।

আর মামুনুল হকের তো আরও বেশি স্মরণ থাকা প্রয়োজন,উচিৎ, ভুলে যাবার কথা নয়। কারণ সে নিজেকে একজন আলেম বলে জাহির করেছেন,ওয়াজ নছিয়ত করে বেড়ান।উনি তো নিজের বিয়ের বিষয় ভুলে যাবার কথা নয়।জনগণের রোষানলে পরার মুহুর্তেই বলে দেয়ার কথা। অথচ মামুনুল বলতে পারেনি।জনগণের রোষানলে পরে প্রথম স্ত্রীর নামটি বলে দিয়েছেন।এই ধরা খাওয়া মহিলার সাথে বিয়ে তো দুরের কথা পারিবারিক কোনো যোগাযোগ নেই।রিসোর্টে এসেছে ফূর্তি মাস্তি করার জন্য। এই হলো তৌহিদী ঈমানদার।

মামুনুল যদি জানতো এভাবে জনতার কাছে হাতেনাতে ধরা খাবে,তাহলে  অবৈধ কে বৈধ বলে চালিয়ে দেবার জন্য ভুয়া দলিল বানিয়ে রাখতো। যা সারাজীবন কাজে লাগিয়ে অবৈধ কাজটি চালিয়ে যেতো। তা করার আগেই বেরসিক জনতারা এসব কি করলো! সত্যিকারের বিয়ে হলে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এক্ষুণি বলুক কোথা কোন কাজী দ্বারা বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে হুজুরের (ভন্ড চরিত্রহীন) আহবানে লক্ষ লক্ষ তৌহিদীজনতা রাস্তায় নেমেছে,সরকার বিরোধী আন্দোলন করেছো,তার ডাকে সারাদিয়ে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট করেছো গাড়ি, ভূমি অফিস,রেলরাস্তা অফিস আদালতে আগুন লাগিয়েছো। সেই আন্দোলন কেনো করেছিলে? কাকে বিশ্বাস করে আন্দোলনে ঝাঁপিয়ে পরেছিলে এই প্রশ্নের জবাব কী তোমাদের কাছে আছে!একবার নিজেদের বিবেকের কাছে নিজেরাই প্রশ্ন রাখো আর ভাবো,এই লম্পট চরিত্রহীন মানুষটির জন্য,তার ডাকে সারাদিয়ে বারবার আত্মাহুতি দিচ্ছো, এই দিনটি দেখার জন্য।চমৎকার তাইনা।

যে ইসলামের নামে অইসলামিক কর্মকান্ড,বেশরিয়তি,ধর্ম বিদ্বেষী সহিংসতা অবৈধ কাজের শিক্ষা দিচ্ছে,বেগানা নারীকে নিয়ে ফূর্তি করছে।নিজের বৈধ স্ত্রী, সন্তান, পরিবার পরিজন,ভক্তকুলের কথা ভাবেনা। যে নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত, সেই চরিত্রহীন লম্পটের জন্য আর কত মিথ্যে বানোয়াট কথা বলে নিজেদের আমলনামা ভারী করবে!কোন মঙ্গলকর নেতৃত্বে তার ছত্রছায়ায় থাকার ভাসনা করছো।যে নিজেই একজন আপাদমস্তকে লম্পট চরিত্রহীন মাতাল। ইসলামকে কুলষিত করছে।

সোনার গায়ের অপকর্মের কথা শুনেও এই চরিত্রহীন লম্পট মামুনুল হককে বাঁচানোর জন্য দৌঁড়ে ছুটে এসেছো

যারা মামুনুল হকের ডাকে সারা দিয়ে আওয়ামী লীগের জন্মশতবার্ষিকীতে সরকার বিরোধী আন্দোলন করলে,তাদের ক্ষত এখনও শুকায়নি,এই অবস্থায় হুজুরের (?) অবকাশ যাপনে যাওয়া কতটুকু যৌক্তিক? ভন্ড নেতার ভক্তকুলের আর কি শিক্ষা হবে,যেই লাউ সেই কদু,যেমন নেতা তেমনি তার ভক্তকূল।  

Rashida Hoque Konica facebook থেকে

Rashida Hoque Konica



                                                                                                                                                                                                                                                                                                

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.