দেশবাশীকে এক সপ্তাহের লকডাউন মানার আহব্বান যানিয়েছেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী।
এক সপ্তাহের ঘোষিত লক ডাউন যদি আমরা মেনে চলি এটি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কম-শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এক সপ্তাহের ঘোষিত লক ডাউন যদি আমরা মেনে চলি এটি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কম৷ আর না মেনে চললে সংক্রমণের হার বাড়বে, লকডাউন দীর্ঘায়িত হবে, সবার কষ্টই আবারো বাড়বে। রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক চাইলে আসুন দয়া করে একটু মেনে চলার মানসিকতা ধারন করি। সকাল বিকাল ত্রান দেয়া বা নেয়ার জন্যেও প্রথম সপ্তাহ ছোটাছুটি করার প্রয়োজন নেই।
লকডাউনে মধ্যবিত্তের চাইতে দৈনিক ভিত্তিতে জীবিকার জন্য সংগ্রাম করা সাধারণ মানুষের কষ্টই সবচেয়ে বেশি। এঁদের কেউ লকডাউন চান না, এঁরা কেউ ফেসবুকে লেখা মানুষগুলোর মতো অভিযোগ করেনা, কভিডের লক্ষন নিয়ে মারা যাওয়া নিয়ে আতংকিত হন না, কিন্তু এই কঠিন সময়ের সবচেয়ে বেশি ভুক্তভোগী এঁরাই!
আবার নিয়ন্ত্রণ আরোপ না করলেও বিপদ। দেশের সংক্রমণ যেমনি বাড়বে, স্বাস্থ্য সেবার উপরে চাপ বাড়তে থাকবে, বাইরের দেশগুলোও আমাদের চলাচল সংকুচিত করবে। বিপদ দেশে এবং বিদেশে, সর্বত্র। তাই নিষেধাজ্ঞাগুলো মেনে চলার এবং সংক্রমণ কমানোর কোনো বিকল্প নেই।
No comments