ইসলামের নামধারী হেফাজতের সন্ত্রাসী হামলায় আওয়ামী লগী নেতা মুহিবুল্লাহ শাহদাতবরণ করেছেন।
অতীতে বিভিন্নভাবে চট্টগ্রামে হেফাজত ইসলামকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের জবাব দিহিতার আওতায় আনার দাবী জানাই।
ইসলামের নামধারী সন্ত্রাসী মৌলবাদী গোষ্ঠী হেফাজতে ইসলাম এর সশস্ত্র হামলায় আহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা,মুজিব আদর্শের নিবেদিতপ্রান কর্মী - মুহিবুল্লাহ আজ নগরীর পার্কভিউ হাসপাতালে শাহাদাত বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
কুখ্যাত জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী, হেফাজত নামধারী মামুনুল হক সোনারগাও রিসোর্টে অপকর্মে ধরা পরার পর তাৎক্ষনিক ভাবে হেফাজত কর্মীরা উগ্র হয়ে মিছিল বের করে - কোদালা এলাকায় সংঘটিত এই মিছিল থেকে আওয়ামী লীগ নেতা মহিব উল্লাহ কে একা পেয়ে এলোপাতাড়ি কিরিচ দিয়ে কোপায়। একই সময়ে রাঙুনিয়ার বিভিন্ন স্থানে হামলার শিকার হয় আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী।
অবিলম্বে হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানাই । একই সাথে আওয়ামী লীগের যে সকল নেতা - অতীতে বিভিন্নভাবে চট্টগ্রামে হেফাজত ইসলামকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের জবাব দিহিতার আওতায় আনার দাবী জানাই। আওয়ামিলীগের রমরমা সময়ে এবং এতো এতো বিশাল বিশাল নেতা সমৃদ্ধ রাঙুনিয়ায় মজবুত সংগঠন থাকার পরেও কিভাবে হেফাজত সেদিন রক্তের হোলিখেলা খেললো তা রীতিমতো বিস্ময়কর। প্রশাসনের নাকের ডগায় এধরণের নৈরাজ্য সৃষ্টি কিভাবে সংঘটিত করলো তা তদন্ত করা উচিৎ।
নেতাকর্মীদের রক্তের বিনিময়ে - মৌলবাদী উগ্র ধর্মীয় গোষ্ঠীর সাথে আঁতাত কারী যারাই হোক তাদের মুখোশ খুলে দেওয়া সময়ের দাবী। আওয়ামী লীগের জার্সি গায়ে দিয়ে হেফাজতের পক্ষে মাঠে নামা রংবেরঙের দালালদের রক্ষা নাই শহীদ মহিবুল্লা লাল সালাম। আপনার রক্ত বৃথা যাবেনা।
নিহত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ'র সিটিস্ক্যানে - মাথার ছবি। কিরিচের কোপ - কল্পনা করে দেখুন , ইসলামের দোহাই দিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে - কী পরিমাণ আদিম বর্বরতায় এই নৃশংসতা তারা হামলা চালিয়েছিল আল্লাহর সৃষ্ট এই আশরাফুল মাখলুকাতকে ।।
হাসান মনসুর -সাঃ সম্পাদক কোতোয়াল থানা আওয়ামী লীগ-চট্টগ্রাম মহানগর।
No comments