Header Ads



চট্টলার জনগন নওফেল'র মাঝে মহিউদ্দিন চৌধুরীকে খুঁজে পাবে - একেএম বেলায়েত হোসেন

বিপদের সময় চট্টলার মানুষকে আর বলতে হবেনা " আঁরার মহিউদ্দিন্না কণ্ডে।"

চট্টলার জনগন নওফেল'র মাঝে মহিউদ্দিন চৌধুরীকে খুঁজে পাবে

দীর্ঘ সাত বছরের নিকষকালো অন্ধকার ভেদ করে আলোর স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। অতীতে বঙ্গবন্ধু হত্যার পর থেকে দেশ এবং দলের যেকোনো দুর্দিন -দুঃসময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা চট্টলার মাটি ও মানুষের নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী জনগনকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামের কর্ম-সুচী ঘোষণা করতেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতি- বাদ করতেন। 

স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবির --মৌলবাদী গোষ্টি ও জঙ্গীদের বিরুদ্ধে হুংকার দিয়েছেন বার বার। কঠোর কর্মসূচি বাস্তবায়নের কারণে চট্টগ্রাম মহানগরে তাদের কোন কর্মসূচি কখনও সফল হয়নি। চট্টগ্রাম মহানগর ছিল অনেকটা মৌলবাদী হাঙ্গামা মুক্ত শহর।

দীর্ঘদিন পর প্রিয়নেতা মহিউদ্দিন পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি, (শিক্ষা উপমন্ত্রী)স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে কঠোর ভাষায় হুংকার ছেড়েছেন।চট্টলার রাজনৈতিক সচেতন জন-গন আশ্বস্ত হয়েছে। আশা,চট্টগ্রাম আবার হারানো ঐতিহ্য ফিরে পাবে। 

চট্টল বীর মহিউদ্দিন চৌধুরীর অভাব মুছে যাবে। চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। 

দেশ জাতি যেভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাঝে বঙ্গবন্ধুকে খুজে পায় একইভাবে চট্টলার জনগন নওফেল'র মাঝে মহিউদ্দিন চৌধুরীকে খুঁজে পাবে ইনশাহ-আল্লাহ। 

বিপদের সময় চট্টলার মানুষকে আর বলতে হবেনা  

" আঁরার মহিউদ্দিন্না কণ্ডে।" এখন যেকোনো আপদে বিপদে মহিউদ্দিন পুত্র নওফেল আছে আমাদের সাথে। জয়বাংলা ।

------------------------------------------------ ( বিস্তারিত পরের পর্বে)

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.