Header Ads



বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর ও যৌতুক কু-প্রথা বিলোপ হওয়া উচিত-সিটি মেয়র

আমাদের দেশে এখনো কিছু সামাজিক কু-প্রথা রয়ে গেছে। সামাজিক আন্দোলন গড়ে তোলা না গেলে এসব কু-প্রথা দূর করা যাবে না।

বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর ও যৌতুক কু-প্রথা বিলোপ হওয়া উচিত-সিটি মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  মোঃ রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের সমাজ ব্যবস্থায় বিদ্যমান কুসংস্কারাচ্ছন্নতা এখন অনেকটা কেটে গেছে। ফলে নারী সমাজ দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।

নারীর এই ক্ষমতায়নের মূলে মুখ্য ভূমিকা পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত সোমবার সকালে কর্পোরেশনের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রধান অতিথি মেয়র রেজাউল করিম চৌধুরী আরো বলেন, আমাদের দেশে এখনো কিছু সামাজিক কু-প্রথা রয়ে গেছে। যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা না গেলে এসব কু-প্রথা দূর করা যাবে না।

এর মধ্যে একটি হলো বিয়ে শাদীর অনুষ্ঠানে কনেপক্ষের পরিবারের সামর্থ্য চিন্তা ও বিবেচনা না করে অতিরিক্ত বরযাত্রা ধার্য্য করা। পাশাপাশি যৌতুক হিসেবে বরকে টিভি, ফ্রিজ, আসবাব কি কি দিতে হবে তার তালিকা কনেপক্ষের হাতে দিয়ে দেয়া। এটা রীতিমত অপরাধ। যেখানে দেশের নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী, সেখানে এধরনের কর্মকাণ্ড কাম্য হতে পারে না।

এসময় ২৪টি ওয়ার্ডে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খাঁন, আর্থ-সামাজিক পুষ্টি বিশেষজ্ঞ মোহাম্মদ হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারপারসন কোহিনুর আকতার।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.