তৃণমূলের কর্মীরাই শেখ হাসিনার শক্তি, আওয়ামী লীগ এর শক্তি-আসাদুজ্জামান আসাদ
আজকে রাজনীতিজীবি আর রাজনীতিবিদ কে দয়া করে এক করবেন না!
"মাননীয় নেত্রী আপনাকে যারা বলে আপনার লক্ষ লক্ষ কর্মী, তারা মিথ্যা বলে!মাননীয় নেত্রী আপনাকে বিনয়ের সাথে বলি, আপনার সারা বাংলাদেশে একহাজার প্রশিক্ষিত আওয়ামী লীগ এর কর্মী নাই!যারা বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ বুঝে ও জানে!"
"মাননীয় নেত্রী আপনার ৭৪ টি সাংগঠনিক জেলা ইউনিট। ৫০ টি জেলা আওয়ামীলীগের প্রেসিডেন্ট/সেক্রেটারি গঠনতন্ত্র পড়েনি,জানেনা,বুঝেনা!
সেই জায়গা থেকে আওয়ামীলীগের একটি সেল গঠন হওয়া উচিত,প্রশিক্ষন সেল।"
বঙ্গবন্ধুর আদর্শ কে এতো সহজ আর সস্তা করা যাবে না!
"আজকে রাজনীতিজীবি আর রাজনীতিবিদ কে দয়া করে এক করবেন না!"
"আওয়ামী লীগ যদি জীবিত থাকে আমি মাথা উঁচু করে চলতে পারবো"
"ছাত্রলীগ আওয়ামীলীগ এর কর্মী তৈরির কারখানা, মাননীয় নেত্রী এই কারখানা বন্ধ হয়েছে!
এই কারখানা চালু করতে হবে।"
"আজকে ৫০০ জনের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ এর ৫ জনকে স্লোগান দেওয়ার জন্য পাওয়া যায় না!অথচ পূর্বে কে আগে স্লোগান দিবে তা নিয়ে কাড়াকাড়ি হতো!"
"খন্দকার মোশতাকের অনুসারীরা আমাদের দলেও আছে!"
"আমি মানুষের কথা শুনি,মানুষ পরামর্শ দিলে নেই,তারা কিছু মানা করলে সেটিও শুনি,বাড়িতে গিয়ে একা একা রাতে শুয়ে বিচার বিশ্লেষণ করে নিজের বিবেকের আদালতে প্রশ্ন করি,আমার বিবেক যদি বলে আসাদ এই কাজ করতে হবে, পৃথিবীর কোন শক্তি নেই সেই কাজ থেকে আমাকে সরাবে,আমি করিই।"
তৃণমূলের কর্মীরাই শেখ হাসিনারশক্তি,আওয়ামীলীগ এর শক্তি।
তৃণমূলের কর্মীদের মূল্যায়নের মাধ্যমে উজ্জীবিত করতে হবে,তবেই সংগঠন উজ্জীবিত হবে।
আসাদুজ্জামান আসাদ
সাধারন সম্পাদক (সাবেক)
রাজশাহী জেলা আওয়ামীলীগ।
No comments