পুনর্বাসনের দাবীকে ‘উস্কানি’ হিসাবে দেখা অতি দু:খজনক - নুরুল আজিম রনি
এখানে কোন ভাড়াটিয়াকে ক্ষতিপূরনের দাবী কেউ কখনো করেনি। সুতরাং পুনর্বাসনের দাবীকে ‘উস্কানি’ হিসাবে দেখা অতি দু:খজনক।
চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ হোক- এটা সকলের প্রত্যাশা। চট্টগ্রামবাসী এ বিষয়ে কতটা আন্তরিক তা যুগে যুগে প্রমান দিয়েছে। নিজের ভিটামাটি ছেড়ে দিয়ে তারা চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারনে বারবার এগিয়ে এসেছে। পৃথিবীর অন্য কোথাও এমন নজির খুব কম আছে- যেখানে কোন প্রকার ক্ষতিপূরনের দলিল-দস্তাবেজ না করেই মানুষ ভিটেমাটি ছেড়ে এসেছে। কিন্তু চট্টগ্রামের মানুষ বঙ্গবন্ধু’র আহবানে সাড়া দিয়ে সে নজিরও দেখিয়েছে।
এবারও চট্টগ্রামের মানুষের দাবী বন্দর সম্প্রসারিত করতে গিয়ে যারা সত্যিকারঅর্থে ক্ষতিগ্রস্থ হয়েছিল এবং আগামীতেও ক্ষতিগ্রস্থ হবে তাদের পুনর্বাসন করা। এখানে কোন ভাড়াটিয়াকে ক্ষতিপূরনের দাবী কেউ কখনো করেনি। সুতরাং পুনর্বাসনের দাবীকে ‘উস্কানি’ হিসাবে দেখা অতি দু:খজনক। গতকাল প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য চট্টগ্রামবাসীর ন্যার্য্য দাবীর প্রতি অনেকটা অবজ্ঞা’র বহি:প্রকাশ। চট্টগ্রামের মানুষের প্রতি বিমাতাসুলভ আচরন কখনো কাম্য নয়।
নুরুল আজিম রনি-সাঃ সম্পাদক(সাবেক) চট্টগ্রাম মহানগর ছা্ত্রলীগ।
No comments