Header Ads



লালদিয়া চরের অসহায় ভুমিহীনদের উচ্ছেদ! একেএম বেলায়েত হোসেন

 

লালদিয়া চরের অসহায় ভুমিহীনদের উচ্ছেদ!

মাননীয় মন্ত্রী মহোদয়, আন্দোলন কারীদের তালিকা নয়, ভুক্তভোগী পরিবারগুলোর তালিকা করে বাংলার গরীব দুঃখী জনতার দরদী জননী বঙ্গবন্ধু কন্যার কাছে জমা দিন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পুর্ব সীমান্তে কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত লালদিয়ার চর। এটা খাস খতিয়ানের জমি। মালিক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আইন অনুযায়ী স্থায়ী বন্দোবস্তি জমি যাকে ব্যাক্তি মালিকানাধীন বলা হয়, তাও  প্রয়োজনে সরকার ফেরত নিতে পারে।

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু অসহায় দরিদ্র
জনগোষ্ঠীকে লালদিয়ার চরে পুনর্বাসিত করেন। অর্ধশতাব্দী পরে এসে সরকারের তরফ থেকে তাদেরকে উচ্ছেদ আয়োজন চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে ভুক্তভুগীরা স্থানীয় ভাবে সভা সমাবেশ মানববন্ধন করে উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের দাবী জানিয়েছে।
তাদের যৌক্তিক দাবীর প্রতি চট্টলার সামাজিক রাজনৈতিক  কর্মীরা সমর্থন জানিয়েছে। এটা এমন কি অন্যায় কাজ হল যে তাদের আইনী ব্যাবস্থার হুমকি দেয়া হল।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনা ইতিমধ্যেই ৬০,০০০ হাজারের অধিক গৃহহীনদের পাকা গৃহ দান করেছেন। বর্তমানে গৃহহীনদের জন্য আরও লক্ষাধীক গৃহ নির্মানের জন্য অর্থ বরাদ্দ করেছেন। তিনি ঘোষণা করেছেন বাংলাদেশে কোন গৃহহীন থাকবেনা। ঠিক তখনই লালদিয়ার চরের এসব ভুমিহীনদের গৃহহীন করার ষড়যন্ত্র চলছে।

আমরা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনার দলে। আমাদের দাবী পুনর্বাসনের বিকল্প ব্যাবস্থা নাকরে একটি পরিবারও উচ্ছেদ করা যাবেনা। মন্ত্রী মহোদয়কে বলি আইনের ভয় দেখবেননা। আমরা ৭৫ এর পর থেকে এসব ভয়ভীতির ভয়াবহতা
পার হয়ে এসেছি। খোজ নিলে বুঝতে পাবেন।

মাননীয় মন্ত্রী মহোদয়, আন্দোলন কারীদের তালিকা নয়, ভুক্তভোগী পরিবারগুলোর তালিকা করে বাংলার গরীব দুঃখী জনতার দরদী জননী বঙ্গবন্ধু কন্যার কাছে জমা দিন। তিনি সন্তোষজনক সমাধান দিবেন।
আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন
আহবায়ক,চট্টগ্রাম নাগরিক মঞ্চ


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.