মুজিব সেনার উদ্যোগে চট্টলার অবিসংবাদিত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভা অনুষ্টিত।
চট্টগ্রামবাসীর হৃদয়ে আলহাজ্ব এ,বি,এম মহিউদ্দীন চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী একজন প্রকৃত জননেতা ছিলেন। তিনি সব সময় সুখে-দুঃখে চট্টগ্রাম বাসীর পাশে থাকতেন। তাঁর মতো প্রকৃত মানবতাবাদী নেতা ভবিষ্যতে জন্ম নিলেও নিতে পারে, কিন্তু বর্তমানে নেই। মহিউদ্দীন চৌধুরী সহকর্মী ও সহযোদ্ধাদের প্রতি অত্যন্ত দায়িত্ববান ও আন্তরিক ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি চট্টগ্রামবাসীর অধিকার আদায় ও সামাজিক আন্দোলনে কখনো পিছ পা হননি। করোনাকালীন সময়ে চট্টগ্রামবাসী তাঁর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে। তিনি ’৭৫ পরবর্তী সময়ে মিথ্যা মামলা নিয়ে দেশত্যাগ করতে বাধ্য হন। ভারতে থাকাকালীন সময়ে তিনি চা দোকানের শ্রমিক থেকে শুরু করে রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছ পা হননি। তিনি ’৯১ এর ঘুর্ণিঝড় পরবর্তী সময়ে নিহত মানুষের পচাঁ-গলা লাশ নিজ হাতে দাফন করেছেন।
মহিউদ্দিন চৌধুরীর নাম চট্টগ্রামবাসীর হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসন্ন চসিক নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে আরও সমৃদ্ধিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মুজিব সেনার প্রতিটি নেতাকর্মীকে ভোট কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
উপরোক্ত বক্তব্যগুলো চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দীন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় বলেছেন।
গত সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এ.বি.এম মহিউদ্দীন চৌধুরীর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৪০ ও ৪১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা মোস্তাক, সাদেকুর রহমান সাবের,ফসিউল আলম সমীর, ফসিউল আলম রিয়াদ, ইসমাইল আজাদ, সিজার বড়–য়া, জামাল উদ্দীন, শেখ হারুন, কামাল উদ্দীন, মোঃ আসাদ, ফয়সাল আমিন মানিক, যুগ্ম সম্পাদক হাসনাতুজ্জামান চৌধুরী, জাহিদুল ইসলাম রাইসুল, ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন,২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার উদ্দিন চৌধুরী, ওয়ার্ড যুবলীগ নেতা জিয়াউল হাসান খসরু, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক রবিউল হোসেন চৌধুরী সাইমন, মুজিব সেনার কর্মকর্তাদের মধ্যে আলমগীর বাদশা, সাইফুল ইসলাম, আসলাম কামাল, ইমরান মাহমুদ, কামরুল হাসান, দেলোয়ার হোসেন বাবলু, সাইফুল্লাহ হিরু, মো. জাহেদ, জামাল হোসেন, হাসান মুরাদ,সোহেল উদ্দিন চৌধুরী, চৌধুরী হুমায়ুন, আনোয়ার হোসেন, খোকন দেবনাথ, লিখন নাথ, ওয়াহিদুর জামান জাহেদ, আব্দুল মান্নান আফ্রিদি, ইমরান হোসেন ইমন, শাহাদাত হোসেন মানিক, মিজানুর রহমান মিজান,ইমরান,রাজিব প্রমুখ।
No comments