Header Ads



দেশের কল্যানে বঙ্গবন্ধুর মত বিশাল হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা-মহিউদ্দিন চৌধুরী


দেশের কল্যানে বঙ্গবন্ধুর মত বিশাল হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছেন
আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী

দেশের কল্যানে বঙ্গবন্ধুর মত বিশাল হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন বাংলাদেশের উন্নয়ন ও মঙ্গল যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বিশাল হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন- জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদেরকে সার্বক্ষণিক লড়াই অব্যাহত রাখতে হবে। রিয়াজউদ্দিন বাজার ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মী ও কর্মচারীবৃদে নিষ্ঠার সাথে এই পবিত্র কর্তব্য পালনে অগ্রবর্তী বাহিনীর ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী দীর্ঘ ২১ বছর বাংলাদেশকে পরিকল্পিতভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। ইতিহাস বিকৃতির মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে বিপথগামী করা হয়েছিল।

আমি স্পষ্টভাবে বলতে চাই মুক্তিযুদ্ধকালীন সময়ে জিয়াউর রহমান মনপ্রাণ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। তাকে পটিয়ার করলডেঙ্গা পাহাড় থেকে ডেকে এনে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করানো হলেও তিনি নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে বক্তব্য পাঠ করেন। পরে আমাদের দাবীর মুখে তিনি সেই ঘোষণাটি প্রত্যাহার পূর্বক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭ মার্চ বিকেলে ওই ষোষণা পত্রটি সংশোধনের মাধ্যমে নতুন করে পাঠ করতে বাধ্য হন।

স্বাধীনতার প্রথম ঘোষণাটি পাঠ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম.এ হান্নান। এই সত্যটিকে ঢেকে দেওয়ার জন্য ইতিহাসের বিকৃতি যারা ঘটিয়েছেন তাদেরকে ইতিহাসের আস্থাখুড়ে নিক্ষিপ্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ গরীব দেশ নয় শেখ হাসিনার রূপকল্প ২১ ও ৪১ ধারণা বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াবে।
ডিসেম্বর ২৮, ২০১৬ 
রিয়াজউদ্দিন বাজার আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.