Header Ads



চমেক হাসপাতালের আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন করেন:শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

চমেক হাসপাতালের আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন

চমেক হাসপাতালের আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নতুন ৮টি শয্যা স্থাপন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইসিইউতে নতুন ৮ শয্যার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উদ্বোধনী অনুষ্টানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন,সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চট্টগ্রামে আইসিইউ সংকট বহুদিনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে সংকটাপন্ন রোগীরা আরও সহজে সেবা পাবেন।   

আইসিইউতে নতুন ৮ শয্যাসহ হাসপাতালটিতে আইসিইউর মোট শয্যা সংখ্যা দাঁড়ালো ৩০টি।এরমধ্যে সাধারণ রোগীদের ব্যবহারের জন্য থাকবে ২০টি এবং কোভিড রোগীরা ব্যবহার করবেন ১০টি।

আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম প্রমুখ।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.