Header Ads



চট্টগ্রাম বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের কার্যক্রম শুভ উদ্বোধন করেন-শিক্ষা উপমন্ত্রী নওফেল।

 

চট্টগ্রামে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের কার্যক্রম শুভ উদ্বোধন

চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনে মাত্র ১ টাকায় মিলবে চিকিৎসা

চট্টগ্রামে মাত্র ১ টাকায়  চিকিৎসা মিলবে,নগরীর সাগরিকা এলাকায় ৫০ শয্যার হাসপাতালে এই সুবিধা পাবে নগরবাসী। হাসপাতালটিতে প্রতি মাসে ১০ হাজার রোগীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর সাগরিকা এলাকায় প্রিমিয়ার ইউনিভার্সিটি এর সাবেক মহিলা হোস্টেলে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ৫০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের আউটডোর সেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় মন্ত্রী বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে তার নিজের এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ও চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ জানান, ‘হাসপাতালটিতে প্রতি মাসে ১০ হাজার রোগীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২১ শয্যার জেনারেল, ১২ শয্যার জরুরি, ১৬ শয্যার কোভিড ওয়ার্ড ও এক শয্যার ডেন্টাল ইউনিট নিয়ে মোট ৫০ শয্যার এই হসপিটাল। আমরা ধীরে ধীরে ইনডোর চিকিৎসাসেবাও শুরু করবো।’

দেশব্যাপী এক টাকায় আহার কর্মসূচি নিয়ে প্রশংসিত হওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশন চট্টগ্রামেও এবার এক টাকায় চিকিৎসা সুবিধা চালু করল। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের যার যা আছে তার বিনিময়েও চিকিৎসা সুবিধা দেবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা।

 করোনাকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন চট্টগ্রাম নগর পুলিশের সহযোগিতায় নগরীর পতেঙ্গা এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল পরিচালনা করে ও ব্যাপক সমাদৃত হয়।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.