শফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী বলেন, শফিকুল ইসলাম বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনসহ দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন সাহসী সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
১৫ নভেম্বর রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম নগরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর প্যারেড ময়দানে শফিকুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
No comments