বিটিসিএল ধ্বংসের অপরাজনৈতিক শক্তির চক্রান্ত রুখে দাঁড়াতে হবে: শিক্ষা উপমন্ত্রী নওফেল
মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে বিটিসিএল এর যে সমস্ত শ্রমিক কর্মচারীরা নিবেদিত আছেন তাদেরকে পরিস্থিতি মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করে বিটিসিএলকে রক্ষা করতে হবে।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্বাধীনতাবিরোধী
অপরাজনৈতিক শক্তি টেলিকমিউনিকেশন ব্যবস্থাপনার ওপর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে নানামুখী
ষড়যন্ত্র করে চলেছে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী
নওফেল বলেছেন, তাদের টার্গেট ডিজিটাল বাংলাদেশকে ধ্বংস করা। এই চক্রান্তকারীরা বিটিসিএল
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাউকে কাউকে প্রভাবিত করে অশুভ ফায়দা লুটতে চায়।
মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে বিটিসিএল এর যে সমস্ত শ্রমিক
কর্মচারীরা নিবেদিত আছেন তাদেরকে পরিস্থিতি মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করে বিটিসিএলকে
রক্ষা করতে হবে।
প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রেজিস্টার্ড
ইউনিয়নের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু অবস্থাদৃষ্টে প্রতীয়মান হচ্ছে যে কিছু নন রেজিস্টার্ড
সমিতি বা ইউনিয়ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা, বিশৃঙ্খলতা, অব্যবস্থাপনা সৃষ্টির
মাধ্যমে জাতির লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতার দেয়াল তুলে দিচ্ছে। তবে সৌভাগ্যের বিষয়
হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সচেতন এবং তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের
চেতনায় বিশ্বাসী মানুষদের নিয়ে গঠিত সিবিএগুলো নিবন্ধিত করার উদ্যোগ নিয়েছেন। তারই
উদাহরণ বিটিসিএল জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়নকে অনুমোদন দিয়েছেন।
তিনি আরো বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং সরকারি সম্পদ অপচয়ে যে মহলটি
তৎপর তারা সংখ্যায় কম হলেও নানাভাবে প্রভাব বিস্তার করে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো
ধ্বংস করতে চায়। এদের সঙ্গে কিছু ট্রেড ইউনিয়ন নেতা জ্ঞাত বা অজ্ঞাতসারে যুক্ত হয়ে
পড়েছেন। তারা যেন কখনো নেতৃত্বের জায়গায় আসতে না পারে সে ব্যাপারে শ্রমিক লীগভুক্ত
ট্রেড ইউনিয়ন নেতাদের সতর্ক থাকতে হবে। একটা ভালো কিছুর জন্য ধৈর্য ও অপেক্ষা করতে
হবে। হঠাৎ প্রাপ্তির জন্য হঠকারীতা বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই আমাদের এ মানসিকতা পরিহার
করতে হবে।
তিনি গতকাল ৮ সেপ্টেম্বর বুধবার বিটিসিএল কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ
কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে
ও সিবিএ নেতা রহিম উল্লাহর সঞ্চালনায় আঞ্চলিক উপ কমিটির সম্মেলন কমিটি গঠনকল্পে
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর
জহরলাল হাজারী, কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, আবুল হোসেন আবু। প্রধান বক্তা ছিলেন,
মোজাম্মেল হক ছিদ্দিকী শামীম। বক্তব্য দেন, সাবের আহমদ, জাহাঙ্গীর দেওয়ান, মুন্সি আবদুর
রহমান ফারুক, রায়হান উদ্দিন, মকবুল আহমদ, শহীদুল ইসলাম, আবদুর রউফ, সাইফুল ইসলাম, এম
এ কে জাহাঙ্গীর, মো. শফিউল্লাহ, সাজেদুল হক, জানে আলম সাবের ।
No comments