Header Ads



বিচারিক দায়িত্ব সরকারের।সরকারের কাজ সরকার করবে,করছে-শিক্ষা উপমন্ত্রী নওফেল

 

বিচারিক দায়িত্ব সরকারের

ফৌজদারি অপরাধ দমন,এর তদন্ত, এবং বিচারিক দায়িত্ব সরকারের।

ফৌজদারি অপরাধ দমন, এর তদন্ত, এবং বিচারিক দায়িত্ব সরকারের। সরকারের কাজ সরকার করবে, করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, অভিনয় শিল্প, মডেলিং, নাটক, মোট কথা শোবিজের সাথে জড়িত কেউ যদি অপরাধ করে বা অভিযুক্ত হয়, আর সে যদি নারী হয়, তা হলে কোনো কথাই নাই। চৌদ্দ গুষ্টির ইজ্জতের ময়নাতদন্ত শুরু, রগরগে আলোচনা, তুমুল সমালোচনা, নৈতিক পুলিশিং শুরু।

 এজেন্ডা হচ্ছে, "বৃহত্তর পরিসরে চক্ষু লজ্জা আনার হুমকিতে বিষাক্ত পুরুষতন্ত্র দ্বারা লাজুককে লাজুক রাখিয়া, গৃহপালিত করিয়া, ঘোমটায় আচ্ছাদন করিয়া অন্দরমহলে নির্বাসনে পাঠানো"!

যেই মিডিয়া হাউস গুলো বেশি করে ভাইরাল করার দায়িত্ব নিয়েছে সেগুলোর মালিকদের নৈতিক মানের ব্যাপারেও আলোচনা শুরু হওয়া উচিৎ। অপরাধের শাস্তি রাষ্ট্রের দায়িত্ব।

এই সুযোগে রগরগে আলোচনা আর চারিত্রিক মানের "গুরুদায়িত্ব" নিয়ে নেওয়া অনেকেই কিন্তু অপরাধও করছে, তথ্য প্রযুক্তি আইনে। এদের বিচারও হওয়া দরকার।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  এর facebook থেকে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.