Header Ads



আমরা যেনো ভুলে না যাই - শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

 

আমরা যেনো ভুলে না যাই
মহিবুল হাসান চৌধুরী নওফেল

"বহুদলীয় গনতন্ত্রী"জিয়াউর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত এই অপরাধগুলোর খলনায়ক,নেপথ্য নায়ক আর নেতৃত্বদানকারী।

নৃশংসভাবে জাতির পিতা এবং তার পরিবারের সবাইকে হত্যার পর, বঙ্গবন্ধুর প্রতি অনুগত চার জাতীয় নেতাকে হত্যা করা হয়, এই হত্যাগুলোর বিচারের দাবীতে যারাই প্রতিবাদ করেছে তাদের হয় হত্যা করা হয়, নয় গুম। অনেককে বছরের পরে বছর কারাগারে আটকে রাখা হয়। এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যা, খুন-গুম শুধু নয়, আইন পাশ করা হয় এই সব হত্যার বিচার হবেনা। সেই আইনকে সংবিধানের পঞ্চম সংশোধনী পাশ করে সংবিধানের অংশ করা হয়।

সকল গণমাধ্যম থেকে জাতির পিতা এবং তার সহচরদের নিষিদ্ধ করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। আর সবার বিরুদ্ধে রাষ্ট্রের সকল মাধ্যম ব্যবহার করে চালানো হয় মিথ্যা, কল্প-কাহিনী আর অপপ্রচার। পুরস্কার হিসেবে খুনিদের দলের প্রত্যেককে দেয়া হয় সকল রাষ্ট্রীয় সহযোগিতা,সুবিধা, সম্মান!তথাকথিত "বহুদলীয় গনতন্ত্রী"জিয়াউর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত এই অপরাধগুলোর খলনায়ক, নেপথ্য নায়ক আর নেতৃত্বদানকারী।

 সেই খুনির আদর্শিক ধারাবাহিকতায় আজো খুনি জিয়ার দল,তার ধারকবাহকেরা, তাদের সমমনাগুলো, পনেরই আগস্টে কেক কাটে;৭ই মার্চের কথা মুখেও আনেনা; আর সুযোগ পেলেই হুমকি দেয় ইতিহাসের কালো অধ্যায়ের পুনরাবৃত্তির!

এদেরকে সহ্য করেই সবাইকে রাজনীতি করতে হয়। বাক-স্বাধীনতার নামে এদের হুমকি ধামকি, ইতিহাস বিকৃতি, সব কিছু চলতে থাকে। এই খুনে রাজনৈতিক শক্তি পৃথিবীর আর কোথাও হলে রাজনীতি করা দুরের কথা, সদলবলে জেলে থাকতো। দূর্ভাগা জাতি আমরা এর মধ্যেই চলতে হয়।

এর মধ্যেও সবকিছু সহ্য করে বাংলার সাধারণ মানুষের অসাধারণ নেতা, জননেত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে, বুকে শোকের পাথর বহন করে, কাজ করে যেতে হয়।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.