করোনার বিষাক্ত ছোবলে মানব জীবন এখন বড্ড বিভীষিকাময়-দেলোয়ার হোসেন খোকা
![]() |
দেলোয়ার হোসেন খোকা |
করোনার অতিসংক্রমন এর জন্য আমাদের অসচেতনতা ও খামখেয়ালিপনা অনেকাংশে দায়ী।
চারিদিকে শুধুই খারাপ খবর। করোনার বিষাক্ত ছোবলে মানব জীবন এখন বড্ড বিভীষিকাময়। একটা কঠিন পরিস্থিতির মোকাবিলা করছি আমরা। প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছে আশেপাশের প্রচুর মানুষ। হাসপাতালে অপ্রতুল বেড, অক্সিজেনের হাহাকার, চেনা মানুষদের মৃত্যুর খবরে মন বড়ই ভারাক্রান্ত। ইদানিং প্রায় প্রতিটি ভোর শুরু হয় আমার কোনো না কোনো মৃত্যু সংবাদ দিয়ে। ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’ কিন্তু এ কেমন মৃত্যু?
এ কেমন অন্তিম যাত্রা, যে যাত্রায় নেই কোনো শ্রদ্ধার্ঘ্য। সত্কারেও মানুষের তীব্র সন্দেহ ও ভয়। আক্রান্ত হওয়ার ভয়ে আপনজন কাছে থাকে না। অথচ আমাদের দেশে প্রিয়জনের শেষ বিদায় কতই না আবেগঘন, শ্রদ্ধা ও বিনম্র সম্মানে হতো। প্রিয়জনের নিঃশব্দে চলে যাওয়া, ভালোবাসা ও শ্রদ্ধা বিহীন শেষ বিদায় কেউই চায় না। চারিদিকে মৃতদেহ দেখতে দেখতে আমরাও মানসিকভাবে মৃত প্রায়। মানবতা আজ বিপন্ন। সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে। মরণঘাতি করোনা আজ বিশ্বজুড়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিটাই বদলে দিয়েছে।
সারা দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। মৃত্যু ও সংক্রমণের প্রতিযোগিতা চলছে। এক দিন মৃত্যু বেশি তো এক দিন সংক্রমণ। জীবিকার প্রয়োজনে মানুষ ঘরের বাহিরে যাচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না। পরিবারের সাথে উৎসব উদযাপনের জন্য মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্বের তোয়াক্কা করছে না। করোনার অতিসংক্রমন এর জন্য আমাদের অসচেতনতা ও খামখেয়ালিপনা অনেকাংশে দায়ী। এ জন্য আমরা জীবন ও জীবিকা কে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করি। অথচ সাধারণ সতর্কতা অবলম্বন করে (মাস্ক পরিধান করে, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।)
আমরা এ ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারি। প্রতিদিন বহু মানুষ আছে যারা স্বাস্থ্যবিধি মেনে চলে বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। সবাই মিলে ভালো থাকার এ চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। সকলের সচেতনতা আর বাঁচার ইচ্ছের জোরেই পরাজিত হবে করোনা, সুস্থ হবে পৃথিবী। হাতে হাত মিলিয়ে মানুষ আবার একে অপরের পাশে এসে দাঁড়াবে, মুক্ত আকাশে বুক ভরে নিঃশ্বাস নেবে, একে অপরকে জড়িয়ে ধরে মানবতার বিজয়কেতন উড়াবে। এমনই সুন্দর ভবিষ্যত্ প্রত্যাশা।
দেলোয়ার হোসেন খোকা- যুগ্ম-আহবায়ক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ-চট্টগ্রাম মহানগর।
No comments