Header Ads



স্বপ্ন - সাদিয়া আহমেদ কাশ্মিরা

 

স্বপ্ন

অন্ধকার ঘরটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।

আমি দেখতে পাই আমার চারপাশে অসংখ্য মানুষ,তারা প্রত্যেকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে ! অনকেগুলো পোঁকামাকড় তাদের খুড়ে খুড়ে খাচ্ছে , আগুনের প্রত্তাপ এত বেশি মনে হচ্ছে সূর্য যেন মাথার উপর চলে এসেছে ! কারো চামড়া ঝলসে যাচ্ছে , কারো মগজ বেরিয়ে আসছে , তবে কেউই মরছে না, আমার খুব কষ্ট হচ্ছে, এই তাপ আমার সহ্য হচ্ছে না , আমার চামড়া ঝলসে যাচ্ছে , এক রকম বিদঘুটে গন্ধে মনে হচ্ছে পেটের নাড়িভূড়ি বেরিয়ে আসবে!

আমি ছুটছি প্রাণপনে, পালানোর চেষ্টা করছি, একেকটা পথ ফুরোতে যেন কয়েক বছর লেগে যাচ্ছে , তারপরও ছুটে চলছি , আমাকে বাঁচতে হবে , বহু দূর হতে মৃদু আলো আর শান্তিময় হাওয়ার আবির্ভাব , বাহ্ ! প্রাণ জুড়ান পরিবেশ,ফুলেফলে পরিপূর্ণ বাগান! চকচকে ঝকঝকে সব আসবাব , যেদিকেই যায় শুধু শান্তি আর শান্তি ! আমি সেখানে যেতে চাই এবং চিরদিন থাকতে চায় কিন্তু কি করে যাবো ?!, সামনে চিকন এক সুতোর মতন রাস্তা ,যেটি ছুরির চাইতেও ধারালো হঠাৎ কেউ একজন কানে কনে কি যেন বললো আমি শুধু চারটি শব্দই শুনতে পাই,

 "তোমার আলমারির প্রথম ড্রয়ার" এরপর হঠাৎ ঘুমটা ভেঙ্গে যায়! আমার পুরো শরীর ঘর্মাক্ত ,আর স্বপ্নের সে চারটি শব্দ এখনও কানে বাজছে ,আমি ছুটে গেলাম আলমারির দিকে,প্রথম ড্রয়ার হতে চোখ ধাঁধানো আলো বের হচ্ছে, আমি ভয়ে সংকীর্ণে ড্রয়ারটি খুলি , এরপর দেখতে পায় বহু বছর আগে সযত্নে রেখে দেওয়া আল কোরআন এবং একটি জায়নামাজ ! এরপর স্বপ্নটির অর্থ বুঝতে আর বাকি রইল না!

সাদিয়া আহমেদ কাশ্মিরা

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.