নাছির উদ্দিন নোবেল’র খুনীদের বিন্দুমাত্র ছাড় দেয়া যাবেনা: শিক্ষা উপমন্ত্রী নওফেল
প্রিয় নোবেল কিছুদিন আগেও আমাকে বলছিলেন নির্বাচন করবেন, এলাকায় জনপ্রতিনিধি হতে চেয়েছিলেন-নওফেল
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন নোবেল (৪০) হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন শিক্ষা উপ–উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি খুনীদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবেনা বলেও হুঁশিয়ারি দেন।
জানা গেছে, মঙ্গলবার বেলা দুইটার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় জমিনিয়ে দু’পক্ষের বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত হন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা নাছির উদ্দিন নোবেল। তিনি চট্টগ্রামের ওমর গণি এম.ই.এস কলেজে ছাত্র সংসদের সমাজ কল্যান সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
নাছির উদ্দিন নোবেলের খুনের ঘটনা জানাজানি হলে স্থানীয় উপজেলার বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করেন। এছাড়াও চট্টগ্রামমহানগরে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নাছির উদ্দিননোবেল হত্যায় জড়িতদের শাস্তি দাবী করে অনেককে পোষ্ট দিতে দেখা যায়।
এদিকে শিক্ষা–উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফলেও ফেসবুকের এক বার্তায় নোবেল হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবীকরেছেন। মঙ্গলবার রাত ৯টার একটু আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেখুনিদের শাস্তির দাবী জানান।
শিক্ষা উপমন্ত্রীমহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর ফেসবুকে লিখেন, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক, বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা, আমাদের সকলের প্রিয়মুখ নাসির উদ্দিন নোবেল চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। (ইন্না–লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। প্রিয় নোবেল কিছুদিন আগেও আমাকে বলছিলেন নির্বাচন করবেন, এলাকায় জনপ্রতিনিধি হতে চেয়েছিলেন। খুবই উৎসাহীছিলেন। নির্মম ভাবে এই সম্ভাবনাময় মানুষকে বিদায় নিতে হলো। আমরা সবাই বাকরুদ্ধ। আমি কক্সবাজারের প্রশাসনের সাথে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য। এই হত্যাকান্ড পরিকল্পিত, একজন সম্ভাবনাময় তরুণকে এভাবে হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে। নোবেল হত্যার বিচার চাই, খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। এই খুনীদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবেনা।
No comments