Header Ads



করোনা ভয় উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে অবিরত ছুটে চলেছেন -প্যানেল মেয়র মোঃ গিয়াসউদ্দিন।

 

করোনা ভয় উপেক্ষা করে মানুষের
প্যানেল মেয়র কাউন্সিলরমোঃ গিয়াসউদ্দিন

করোনা ভয়কে জয় করে ছুটে চলেছেন-মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক,রাজপথের সাহসীযোদ্ধা,মানবতার সেবক,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন।

করোনাকালে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক,মানবতার সেবক,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  প্যানেল মেয়র কাউন্সিলর  মোঃ গিয়াসউদ্দিন।করোনা শুরুর প্রথম দিন থেকে তিনি করোনা ভয় উপেক্ষা করে অবিরত সাহায্য সহযোগীতা করে চলছেন করোনা ক্ষতিগ্রস্হ মানুষদের।

করোনা(কভিড-১৯) মহামারীর শুরু থেকেই তিনি মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী নিয়মিত বিতরণ করে আসছেন ,যেকোনো অসহায় বিপদে পড়া মানুষদের বিশেষ সহায়তা প্রদান করে যাছেন প্রতিনিয়ত কাউন্সিলর  মোঃ গিয়াসউদ্দিন ।

গত মাহে রমদানে দেখেছি এই মানবতার সেবক প্যানেল মেয়র কাউন্সিলর  মোঃ গিয়াসউদ্দিন তারঁ সহযোদ্ধা কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাঃ সম্পাদক করোনাযোদ্ধা হাসান মনসুরকে সাথে নিয়ে প্রতিদিন ৫০০/৬০০ মানুষকে তৈয়রী খাওয়ার ও ইফতারি বিতরণ করতে।

মানবতার এই সেবক প্যানেল মেয়র মোঃ গিয়াসউদ্দিন আজ আরো একটি দুষ্টান্ত স্হাপন করলেন- সাবেক ছাত্রনেতা,কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুরের মা বর্তমানে করোনা(কভিড-১৯) আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসারত আছেন।

এর মাঝেও ঝুঁকি নিয়ে করোনা ভয় উপেক্ষা করে করোনা ওয়ার্ডে হাসান মনসুরের শ্রদ্ধেয় মাকে দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন,তিনি তার চিকিৎসার খবরাখবর নেন। রাজনৈতিক সহকর্মীর প্রতি এরকম সহমর্মিতা অনুকরণীয় দৃষ্টান্ত।

 মানবতার সেবক প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিনকে আল্লাহ  নিরাপদ ও সুস্হ রাখুন।

জয় হোক মানবতার

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.