সি আর বি'র শত বছরের ঐতিহ্য নষ্ট করে হাসপাতাল চাইনা-একেএম বেলায়েত হোসেন
প্রস্তাবিত হাসপাতাল হালিশহর সিএসডি গোডাউনের পাশে স্থাপন করা হোক।
চট্টগ্রামম বন্দরে বিদেশি কোম্পানির "এসএসএ কন্টেইনার টার্মিনাল" নির্মাণ বিরোধী আন্দোলন সহ চট্টল বীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সকল আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকা একজন নগণ্য কর্মী হিসেবে আমি দৃঢতার সহিত নিম্নোক্ত দাবী জানাচ্ছি :
(ক) চট্টগ্রামের জনগনের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য উন্নত মানের আর-ও হাসপাতালের প্রয়োজন রয়েছে।
(খ) বর্তমানে যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে তার সব কয়টির অবস্থান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এর শুণ্য কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত। অপরদিকে সিটি কর্পোরেশনের দক্ষিণ অংশের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটিও প্রাইভেট হাসপাতাল নেই। নির্মাণাধীন কর্ণফুলী টানেল এবং হালিশহর-পতেঙ্গা বে-টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে অত্র হালি শহর পতেঙ্গা এলাকা হবে চট্টগ্রাম মহানগরের সব চাইতে ঘনবসতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এলাকা।সবদিক বিবেচনায় রেখে এবং চট্টগ্রাম নাগরিক সমাজের যৌক্তিক দাবীর প্রতি সন্মান দিয়ে প্রস্তাবিত হাসপাতাল হালি-শহর সিএসডি গোডাউনের পাশে স্থাপন করা হোক।
সেটা ও রেলওয়েরই সম্পত্তি।শুধু সম্পাদিত চুক্তির কিছু ধারা পরিবর্তন করতে হতে পারে হয়তো।
জয়বাংলা।
এ কে এম বেলায়েত হোসেন
সাবেক সহ সভাপতি (১৯৯৬ -২০১৩) ভারপ্রাপ্ত সভাপতি, ১/১১ এর দুঃসময়ে সহ অনেকবার),
উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও আহ্বায়ক, চট্টগ্রাম নাগরিক কমিটি
(মহিউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত)
No comments