Header Ads



সি,আর,বিতে নয় হালিশহরে হাসপাতাল করুন।

 

সি,আর,বিতে নয় হালিশহরে

সি,আর,বিতে পরিবেশ প্রকৃতি ধ্বংসকারি এই আত্মঘাতী প্রকল্প বাতিলে চট্টগ্রামবাসী এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে  আছেন।

এক এক করে চট্টগ্রামে খেলার মাঠ,সবুজে ঘেরা বন সব সব নিঃশেষ হয়ে যাচ্ছে কখনো হাসপাতালের নাম দিয়ে কখনো সুইমিংপুলের কথা বলে এই ভুমি গুলি দখলে নেয়া হচ্ছে।।

চট্টগ্রামের সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে একটি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে,যা পরিবেশ প্রকৃতির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত ।

বর্তমানে সিআরবিতে পরিবেশ প্রকৃতি নৈসর্গিক সৌন্দর্য ধ্বংসকারি-এই বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ প্রকল্প চুক্তি বাতিলের দাবিতে চলছে আন্দোলন,সাধারন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক,শিল্পী সমাজ প্রতিবাদ করছে এই অপরিকল্পিত স্হাপনার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা।

সিআরবি শুধু একটি মাঠ নয়,ইট পাথরের নগরীর মাঝখানে একটি নির্মল অক্সিজেন প্রদান ও কার্বন ডাই অক্সাইড চুষে নেয়ার নাম সিআর বি। প্রতি বছর যেখানে বর্ষবরণের অনুষ্ঠান হয় তার নাম সিআরবি।মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া অনেক শহীদ যেখানে শায়িত আছে তার নাম সিআরবি। ইট পাথরের নগরে সিআরবি  চট্টগ্রাম শহরের একমাত্র প্রাকৃতিক মুক্তাঙ্গন,যেখানে মানুষ গিয়ে শান্তির নিঃশ্বাস গ্রহণ করে তার নাম সিআরবি।

সবুজে ঘেরা পাহাড় বেষ্টিত সিআরবি তথা চট্টগ্রামের ঐতিহ্য,প্রকৃতি ধ্বংস করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের কবর উচ্ছেদ করে সিঅরবিতে বাণিজ্যিক হাসপাতাল করতে হবে কেন?

আমরা হাসপাতাল করার বিরুদ্ধে নয়,তবে ঐ বাণিজ্যিক হাসপালটি সি,আর,বিতে না করে হালিশহরে করুন।যেখানে বাংলাদেশ রেল এর অব্যবহিৃত (হালিশহর রেলইয়ার্ডের পূর্বে সি এস ডি গোডাউনের দক্ষিণে বড়পোল মহেশ খালের পশ্চিমে)কয়েক একর খালি জমি পড়ে আছে।

সিআরবিতে পরিবেশ প্রকৃতি ধ্বংসকারি এই আত্মঘাতী প্রকল্প বাতিলে চট্টগ্রামবাসী এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে  আছেন।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.