আমাদের ধর্মীয় পন্ডিত ব্যক্তিদের বিজ্ঞান ভিত্তিক ধর্ম চর্চার অভাব-একেএম বেলায়েত হোসেন
করোনা ভাইরাস (কোভিড '১৯) এবং প্রাসঙ্গিকতা
--------------------------------------------------------------------------
শ্রষ্টা পৃথিবীতে মানবজাতির জন্য যত রোগ দিয়েছেন, সব রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধও দিয়েছেন। রোগজীবাণু দিয়েছেন আবার সে জীবাণু ধ্বংস করার ব্যাবস্থাও রেখেছেন। বিপদে নাপরলে আমরা কোন কিছু খুজে দেখার প্রয়োজন মনে করিনা। আমাদের ধর্মীয় পন্ডিত ব্যক্তিদের বিজ্ঞান ভিত্তিক ধর্ম চর্চার অভাব। তাই সারা পৃথিবীর দৃষ্টিতে আমরা ধর্মান্ধ হিসেবে আখ্যায়িত!এখন থেকে আটশত বছর পুর্বে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরান লিপিবদ্ধ হয়েছে। তখন থকে বিভিন্ন ধর্মাবলম্বি এমনকি নাস্তিক ইহুদী পণ্ডিত,গবেষকরা কোরানকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আখ্যায়িত করেছে।
কোরানের উপর তারা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছে। তারা যখন মানব কল্যানে একের পর এক চন্দ্র সুর্য গ্রহ নক্ষত্রের আবিষ্কারে ব্যাস্ত আমারা তখন মানবাধিকার হরনের জন্য ঠেঙ্গার চর/ভাষান চরের মালিকানা পরিবর্তনের জন্য শত শত বছর আগের মানচিত্র পরিবর্তন নিয়ে ব্যাস্ত। আমাদের ধর্মীয় পণ্ডিতগন তখন আমাদেরকে বেহস্ত আর দোজখের মাঝ খানে লেপ্ট-রাইট করানোতে ব্যস্ত। করোনা ভাই- রাস আক্রান্ত হয়ে যখন চীন এবং ইতালি দেশে হাজার মানুষ মারা যাচ্ছিল তখন আমাদের ধর্মীয় পণ্ডিতদের মন্তব্য ছিল ধর্মের অবমাননার কারনে ঐসব দেশে আল্লাহ গজব নাজিল করেছে।
তাদের কাছে প্রশ্র করোনা ভাইরাসের সংক্রমণের আশংকায় পবিত্র কাবা ঘরে নামাজ এবং তোয়াব বন্ধ করে দেয়া হলো এটাও কি আল্লাহর গজব ? ইসলাম ধর্মের পণ্ডিত আহাজারি, দোহাজারি,কার্তিকপুরি,রামপুরি ইত্যাদি ডিগ্রীধারি আলা হজরত দের প্রতি অনুরোধ আপনারা এক হুজুর অন্য হুজুকে কাফির আখ্যায়িত করে দুনিয়াটাকে দোযখ খানায় পরিনত করেছেন তাই বোধ হয় গজব নাজিল হয়েছে মনে হয়।
আমরা নিজেরা কিছু করিনা। দেশ এবং সমাজের কোন দায় বহন করার প্রয়োজন আমাদের আছে মনে করিনা। দেশে মন্দ/খারাপ কোন কিছু ঘটলে তার দায় সরকারের তথা জননেত্রী শেখ হাসিনার। যাকিছু ভাল হয় তা এমনি এমনি হয়ে যায় বলে প্রচার করি।
বর্তমান বিপদজনক পরিস্থিতি মোকাবেলায় সরকারী ভাবে যেসব সতর্কতা মুলক আদেশ উপদেশ নির্দেশ মিডিয়াতে প্রচার করা হচ্ছে অনুগ্রহ করে তা মেনে চলুন এবং অন্যকে মেনে চলতে উৎসাহিত করুন।
নেতিবাচক মনোভাব পরিহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সবাই সুরক্ষিত থাকুন। খোদা হাফেজ।
No comments