Header Ads



কাউন্সিলর হুরে আরা বিউটি’র হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০( ১১,২৫,২৬ নং ওয়ার্ডের) মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি সুরক্ষা সামগ্রী বিতরণ ।

কাউন্সিলর হুরে আরা বিউটি’র হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ।

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য, বুধবার সকাল দশটায়,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয়ের পক্ষে দক্ষিন কাট্টলী ১১ ওয়ার্ডে অবস্থিত ফইল্যাতলী বাজার ব্যবসায়ী ভাইদের মাঝে সাবান,মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০( ১১,২৫,২৬ নং ওয়ার্ডের) মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি ।

সুরক্ষা সামগ্রী বিতরণ কালে কাউন্সিলর হুরে আরা বিউটি ব্যবসায়ীদের বলেন আপনারা সকলে মুখে মাস্ক পরবেন ক্রেতা সাধারণদের মাস্ক পড়ার জন্য উৎসাহিত করবেন। আপনাদের যেই সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে সেখানে সিটি কর্পোরেশন কর্তৃক স্বাস্থ্য বিধি মানার জন্য একটি লিফলেট দেওয়া আছে। লিফটের প্রত্যেকটি নির্দেশনা আপনারা যথাযথভাবে পালন করতে চেষ্টা করবেন। আমি চাই করোনার এই ঢেউয়ের মাঝে আমার নির্বাচিত ওয়ার্ড (১১,২৫,২৬) এর প্রতিটি মানুষ আল্লাহর অশেষ কৃপায় যেনো সুস্থ থাকেন।

একজন ব্যবসায়ী কাউন্সিলরকে বললেন,এই দুঃসময়ে আমাদের সুঃখে দুঃখে আমরা আমাদের পাশে জনপ্রতিনিধিকে পাওয়ার আশা করি। আপনাকে দেখেছিলাম ২০২০ সালে করোনাকালীন সময়েও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ করোনা থেকে রক্ষা পেতে সুরক্ষা সামগ্রী বিতরণ করতে। আজ আবার এই সময়ে আপনি আমাদের মাঝে এসে প্রমাণ করলেন একজন জনপ্রতিনিধির দায়িত্ব কি। আল্লাহ আপনাকে আরো অনেক উচ্চ আসনে আসীন করে।

সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের - আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ
নেতৃবৃন্দ।



No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.