Header Ads



কোভিড পরিস্থিতির পরিবর্তন হয়েছে,মাস্ক নিজে পরুন,অন্যকে পরতে বাধ্য করুন : ডাঃ আবদুর রব মাসুম

সকল সামাজিক জমায়েত থেকে দুরে থাকুন,অপ্রয়োজনে বাড়ী থেকে বের হওয়া একদম বন্ধ করে দিন, এই মুহূর্ত থেকে।

কোভিড পরিস্থিতির পরিবর্তন হয়েছে,মাস্ক নিজে পরুন,অন্যকে পরতে বাধ্য করুন

কোভিড পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মাস দুয়েক একটু শ্বাস ফেলার সুযোগ পেয়েছিলাম। কখনো একটা বেডও খালি রাখতে না পারলেও রোগীদের আই,সি, ইউ থেকে ওয়ার্ডে শিফট করা যাচ্ছিলো। মৃত্যুহার অনেক কম ছিলো। এক সপ্তাহের মাঝে পরিস্থিতি পাল্টে গেছে। আক্ষরিকভাবে রোগীদের বাঁচিয়ে রাখতে আমরা এখন যুদ্ধ করছি এবং হেরে যাচ্ছি বারবার। এই পরিবর্তন আমরা আমাদের চোখের সামনে ঘটতে দেখছি।

আমাদের কথায় আপনারা বিরক্ত হন জানি, কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা বারবার বলে যাই। কেউ না শুনলেও, সবাই মুচকি হাসলেও আমাদের বলে যেতে হবে। একটুখানি শ্বাস বুকের ভিতরে নেওয়ার জন্য মানুষের তীব্র কষ্টটা আপনারা কেউ পাশে দাঁড়িয়ে দেখেন না, শেষ সময়ের কষ্টটা যে কি তীব্র! আমার তেমন কোন শত্রু নেই, থাকলেও আমি তার এমন মৃত্যু চাইতাম না।

এর বিস্তার বাইরে থেকে তেমন বোঝা যায়না। যেই পরিবারের কেউ এর মাঝ দিয়ে যায়, শুধু তারাই জানেন। হয়তো আমরা আরেকটি ওয়েভের শুরুর পথে । এই সময়ে রোগীরা দ্রুত খারাপ হচ্ছেন। মনে রাখবেন, এখনো কোভিডের কোন চিকিৎসা পৃথিবীর বিজ্ঞানীদের হাতে নেই। তাই এর প্রতিরোধই একমাত্র পথ।

আমাদের ফোন আবার ব্যস্ত হয়ে গেছে চেনা অচেনা মানুষের কলে। খুব কষ্ট হয়, বেশীরভাগ ক্ষেত্রেই আমাদের কিছু করার থাকেনা।

বিশ্বাস করুন,আমাদের একমাত্র চাওয়া সবাই ভালো থাকুন। কার্ভের শুরুতে যদি এই অবস্থা থাকে তবে এর পিকে আমরাই বা কেমন থাকবো।

অনুরোধ জানাই বিনয়ের সাথেঃ

১. সকল সামাজিক জমায়েত থেকে অসামাজিকভাবে দুরে থাকুন।

২. পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিরাপদ রাখুন। (তবে এটাও মনে রাখবেন এবার আমরা প্রচুর তরুণ রোগীও পাচ্ছি।)

৩. গত বছর মার্চ মাসে যে সকল সাবধানতা পালন করেছিলেন, সেগুলোই একইভাবে পালন করুন, রিলিজিয়াসলী।

৪. মাস্ক নিজে পরুন, অন্যকে পরতে বাধ্য করুন। প্রয়োজনে সীন ক্রিয়েট করুন।

৫. হাত সাবান দিয়ে বারবার ধুয়ে নিন। না পারলে স্যানিটাইজ করুন।

৬. অপ্রয়োজনে বাড়ী থেকে বের হওয়া একদম বন্ধ করে দিন, এই মুহূর্ত থেকে।

৭. বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় আর হৃদয় প্রসারিত করতে হয়।

পরম করুনাময় সবাইকে নিরাপদ রাখুন। আমিন।।

ডাঃ আবদুর রব মাসুম ,করোনা ইউনিটের প্রধান,  আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল,চট্টগ্রাম।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.