Header Ads



নামাজ নিয়ে অভিযোগ করায় কোচের দায়িত্বই ছেড়ে দিয়েছেন ওয়াসিম জাফর।

সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর রণজি ট্রফি ফর্মারের সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী।

নামাজ নিয়ে অভিযোগ করায় কোচের দায়িত্বই ছেড়ে দিয়েছেন ওয়াসিম জাফর।
ওয়াসিম জাফর

ওয়াসিম জাফর ক্রিকেটের আগে নিজের ধর্ম ইসলামকে প্রাধান্য দেন। অনুশীলনের সময় নষ্ট করে নামাজ পড়েন । এমন সব অভিযোগ ওঠে ভারতীয় ক্রিকেট কোচ ওয়াসিম জাফরের বিরুদ্ধে। যার পর কোচের দায়িত্বই ছেড়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ভারতের হয়ে ৩১ টেস্ট আর ২টি ওয়ানডে খেলেছেন। ওয়াসিম জাফরের বিরুদ্ধে ইসলাম প্রীতি এবং নামাজ নিয়ে ওঠা অভিযোগ ভালো চোখে দেখছেন না অনেকেই। এই কঠিন সময়ে ওয়াসিম জাফরের পাশে দাঁড়াচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার অনিল কুম্বলে,মনোজ তিওয়ারিরা।

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ কুম্বলে এক টুইটে লিখেছেন, ‘পাশে আছি জাফর। ঠিক করেছো। ক্রিকেটাররা তোমার অভাব অনুভব করবে। মুম্বাইয়ের হয়ে একাধিক রঞ্জি ট্রফি জয় রয়েছে ওয়াসিম জাফরের ঝুলিতে। ওয়াসিমের সঙ্গে যা হলো তা মেনে নিতে পারছেন না তার সবশেষ কোচ ফয়জল।

তিনি বলেন,খবরটা শুনে চমকে গিয়েছিলাম। ৪ মৌসুম খেলেছি ওয়াসিম জাফরের সঙ্গে। বিদর্ভ দলের প্রতিটি ক্রিকেটারের কাছে ওয়াসিম জাফর দাদার মতো,সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর রণজি ট্রফি ফর্মারের সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী।জাফর প্রকৃত একজন ভদ্র মানুষ।
কোনও ক্রিকেটারের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে দেখিনি ওকে। ওয়াসিম জাফরের পক্ষে টুইট করেন একটা সময় ভারতের জাতীয় দলে খেলা বাঙালি ক্রিকেটার মনোজ তিওয়ারিও।

তিনি লিখেছেন, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের তদন্ত করে দেখার জন্য। উদাহরণ হয়ে থাকবে ওয়াসিম জাফর।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.